খেলা

ফাইনালের মিশনে রাতে পাকিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ

  প্রতিনিধি 25 September 2025 , 5:24:04 প্রিন্ট সংস্করণ

- যে একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা বাংলাদেশ দলের। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ফাইনাল নিশ্চিতের মিশনে রাতে পাকিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ। এশিয়া কাপে টানা ২ ম্যাচ খেলার ধকল নিতে হচ্ছে বাংলাদেশকে। ভারত ম্যাচ শেষ না হতেই ভাবতে হচ্ছে পাকিস্তানকে নিয়ে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। মিশন ফাইনাল নিশ্চিত করা। দুবাইয়ে ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৮টায়।

আর এই ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত মুস্তাফিজদের। অপরদিকে, ভারতের কাছে হারের পর ফাইনালে যাওয়ার সমীকরণটা বেশ পরিষ্কার বাংলাদেশের সামনে। শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতেই হবে দলকে। সেটা হলে কোনো ধরনের হিসাব-নিকাশ ছাড়াই ফাইনালে ভারতের প্রতিপক্ষ হয়ে যাবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

ইএসপিএন-ক্রিকইনফোর সূত্রমতে, পাকিস্তান ম্যাচ খেলবেন লিটন দাস। অঘোষিত সেমিফাইনালে টাইগার একাদশে নিশ্চিতভাবেই থাকবে একাধিক পরিবর্তন। সে ক্ষেত্রে কপাল পুড়তে পারে তানজিদ তামিমের। গত দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি। মিডল অর্ডার বাংলাদেশকে ভোগালেও সেখানে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। স্পিনার হিসেবে একাদশে দেখা যাবে রিশাদ ও মাহেদীকে।

অপরদিকে, পাকিস্তান দলের মূল ব্যাটারদের ৫ জনই বাঁহাতি তাই মাহেদীর একাদশে থাকার সম্ভাবনা প্রবল। মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় দলে ফিরতে পারেন তাসকিন আহমেদ। মুস্তাফিজুর রহমান, তাসকিনের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে তানিজম হাসানকে দেখার সম্ভাবনাই বেশি।

যে একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা: বাংলাদেশ-লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি