প্রতিনিধি 24 September 2025 , 4:55:01 প্রিন্ট সংস্করণ

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েক নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে ককটেল উদ্ধার করা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পান্থপথ এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি জানিয়েছে, পান্থপথ সিগন্যালের সামনে একজনের ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে এটি নেওয়া হচ্ছিল। এ ঘটনায় কয়েক নেতাকর্মীকে আটক করা হয়েছে। এক বিবৃতিতে ডিএমপি জানায়, রাজধানীর ফার্মগেট, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবনসহ তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের লোকজন ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন টিম এসব এলাকায় তৎপর রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।