শিরোনাম

প্রধান উপদেষ্টার সফর: নিউইয়র্কে বিএনপি-আ’লীগের মুখোমুখি অবস্থান

  প্রতিনিধি 22 September 2025 , 9:42:41 প্রিন্ট সংস্করণ

- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বিএনপি ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মুখোমুখি অবস্থান। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে, স্থানীয় সময় রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জ্যাকসন হাইটসে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নেন। তখন বাঙালি অধ্যুষিত এলাকাটিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ডাইভারসিটি প্লাজায় একই সময়ে স্লোগান ও পাল্টা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। দুই পক্ষই জ্যাকসন হাইটস এলাকা প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

একপর্যায়ে পুলিশ জ্যাকসন হাইটসের ওই এলাকা থেকে বিএনপি এবং আওয়ামী লীগ সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকেও সরিয়ে দেয়। এরপর পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। তবে প্রধান উপদেষ্টার এই আগমন ঘিরে বিমানবন্দরেও অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

অপরদিকে, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে, রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ড. ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট, সোমবার স্থানীয় সময় বেলা আড়াইটায় নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি