• আইন-আদালত

    বিসিবি সভাপতির চিঠি বৈধ, হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত

      প্রতিনিধি 22 September 2025 , 7:46:19 প্রিন্ট সংস্করণ

    জেলা ও বিভা‌গের অ্যাডহক ক‌মি‌টি থে‌কে কাউন্সিলর করা নিয়ে বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুলের চি‌ঠির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট
    জেলা ও বিভা‌গের অ্যাডহক ক‌মি‌টি থে‌কে কাউন্সিলর করা নিয়ে বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুলের চি‌ঠির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সবকিছু ঠিক থাকলে ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তার আগে জেলা ও বিভাগীয় কর্মকর্তাদের পাঠানো কাউন্সিলরদের তালিকা বাতিল করে এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠি দেন বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু তার সেই চিঠিকে অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়। তার প্রেক্ষিতে সোমবার (২২ সেপ্টেম্বর) আমিনুল ইসলামের চিঠির কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট। কিন্তু হাইকোর্টের সেই আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।

    জেলা ও বিভাগের এডহক ক‌মি‌টি থে‌কে কাউ‌ন্সিলর চেয়ে বি‌সি‌বি সভাপ‌তির পাঠানো চি‌ঠিকে অবৈধ ঘোষণা চে‌য়ে হাই‌কো‌র্টে রিট দায়ের করেছেন টাঙ্গাইলের তপন, লক্ষীপুরের কামরুল, গোপালগঞ্জের খসরু, ও রাজবাড়ীর দুলাল।

    বিজ্ঞাপন

    এই রিটের প্রেক্ষিতে সোমবারই শুনানি আদেশ দিয়েছে হাইকোর্ট। সেখানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা স্থগিত করা হয়েছে। তবে আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

    হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। তবে আজই হাইকোর্টের সেই আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।

    বিসিবি নির্বাচনের জন্য মনোনীত কাউন্সিলরদের তালিকা প্রকাশের কথা ছিল গত ১৭ সেপ্টেম্বর। তবে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই সেটাকে দুই দফা পিছিয়ে ২২ তারিখে নিয়ে যান।

    বিসিবির বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচন কমিশন ঘোষণার পদ বিসিবি সভাপতি চিঠি পাঠিয়ে এমন নির্দেশ দেয়ার এখতিয়ার রাখেন না৷ আর বিদ্যমান নিয়মে নতুন করে কাউন্সিলর পাঠানোর সুযোগও নেই। যেহেতু বিসিবি সভাপতি নিজেও নির্বাচনে লড়ছেন, তাই তার এমন কার্যক্রম নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:54 AM রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ 10:28 AM বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র 8:37 PM চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪.৬ শতাংশে উন্নীত হবে: বিশ্বব্যাংক 8:29 PM তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট নেতাদের বৈঠক 8:15 PM মাসুম হত্যা মামলা: শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে পরোয়ানা 8:01 PM ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা, আরব আমিরাতের 6:22 PM ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলা হবে 6:15 PM মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা: কৃত্রিমভাবে চলছে শ্বাস-প্রশ্বাস 6:14 PM আবারও গুরুত্বপূর্ণ ৩ সড়ক অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের 5:38 PM বিএনপি জুলাই সনদের প্রতিটি প্রস্তাব বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: সালাহউদ্দিন আহমেদ