• খেলা

    পাকিস্তানকে টানা ৬ ম্যাচে হারিয়ে ভারতের ইতিহাস

      প্রতিনিধি 22 September 2025 , 12:45:24 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আন্তর্জাতিক ক্রিকেটে ভারত–পাকিস্তান দ্বৈরথে এর আগে টানা পাঁচ ম্যাচের বেশি জেতেনি কেউ। দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টানা প্রতিবেশীদের বিপক্ষে টানা ষষ্ঠ ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়ল ভারত।

    গ্রুপ পর্বের দেখায় ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। তবে এবার সুপার ফোরের দেখায় নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন পাকিস্তানি ব্যাটাররা। তরুণ শাহিবজাদা ফারহানের ফিফটিতে শক্ত ভিত পায় তারা। সেখানে দাঁড়িয়ে দারুণ ফিনিশিং দিয়েছেন সালমান আলি আগা-ফাহিম আশরাফরা। তাতে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে ভারত।

    দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন ফারহান।

    বিজ্ঞাপন

    দুই ওপেনার ফারহান ও ফখর জামানের ব্যাটে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। দারুণ শুরু করা ফখর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ৯ বলে ১৫ রান হার্দিক পান্ডিয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। তবে অভিজ্ঞ এই ব্যাটারের ক্যাচ নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন। থার্ড আম্পায়ার একাধিকবার দেখলেও বেনিফিট অব ডাউট দিয়েছেন ফিল্ডারদের পক্ষে।

    আসর জুড়ে রান খরায় ভুগতে থাকা সায়িম আইয়ুব তিনে নেমে কিছুটা হলেও সফল। দেখে-শুনে খেলার চেষ্টা করেছেন তিনি। তবে ১৭ বলে ২১ রানের বেশি করতে পারেননি। চারে নেমে ব্যর্থ হোসাইন তালাত। ১১ বলে করেছেন ১০ রান।

    তবে শেষদিকে দারুণ ফিনিশিং দিয়েছেন সালমান আলি আগা ও ফাহিম আশরাফ। দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় পাকিস্তান। সালমান ১৩ বলে অপরাজিত ১৭ রান করেন। আর ফাহিম ৮ বলে ২০ রান করে অপরাজিত থেকেছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:05 PM ইরানে টানা ১৩২ ঘণ্টার বেশি সময় ধরে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ 4:00 PM ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত 3:39 PM বিনিয়োগকারীদের আইপিওর শেয়ার বরাদ্দ আবারও লটারিতে 3:16 PM ঝিনাইদহে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭৯ জন কয়েদি 1:52 PM “এক দিন আগে নয়, পরেও নয় ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন” 1:30 PM ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ 1:21 PM দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা 1:09 PM “আমি ভাবছিলাম বিশ্বকাপ খুব ছোট, কিন্তু এখন দেখি অনেক বড়” 12:58 PM বিয়ে করছেন জেফার-রাফসান! 12:48 PM জিয়াউলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ