• লাইফস্টাইল

    বাড়িতেই তৈরি করে নিন, মাংসের কিমা পুরি

      প্রতিনিধি 21 September 2025 , 8:17:10 প্রিন্ট সংস্করণ

    - বাড়িতে তৈরি মাংসের কিমা পুরি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অস্বাস্থ্যকর খাবারে শরীরের মারাত্মক ক্ষতি হয়। তবুও বিকেলের নাস্তায় পুরি হলে বাঙ্গালীর জমে যায়। কিন্তু বাইরের দোকানগুলো থেকে আনা ভাজা-পোড়া খাবার এড়িয়ে যাওয়াই স্বাস্থের পক্ষে ভালো। এর বদলে বাড়িতে তৈরি করে নিতে পারেন সুস্বাদু কিমা পুরি।

    রেসিপি: (যে সকল উপকরণ লাগবে) মাংসের কিমা-আধা কাপ, আদা বাটা-আধা চা চামচ, রসুন বাটা-আধা চা চামচ, কাঁচা মরিচ কুচি-৫/৬ টি, পেঁয়াজ কুচি-আধা কাপ, ধনিয়া পাতা কুচি-২ টেবিল চামচ, পুদিনা পাতা কুচি-২ টেবিল চামচ, ময়দা-২ কাপ, টেস্টিং সল্ট-১/২ চা চামচ, লবণ-স্বাদমতো এবং ভাজার জন্য তেল।

    বিজ্ঞাপন

    তৈরি করবেন যেভাবে: প্রথমে এককাপ পানি, আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে মাংসের কিমা সেদ্ধ করে নিন। কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ হালকা ভেজে-কাঁচা মরিচ কুচি, টেস্টিং সল্ট, ধনিয়া পাতা ও পুদিনা পাতা দিয়ে ভাজা ভাজা হলে নামিয়ে নিন।

    অপরদিকে, নির্দিষ্ট পরিমাণ ময়দার সঙ্গে ৫ টেবিল চামচ তেল ও লবণ দিয়ে ঝরঝরে করে নিন। এরপর তাতে পরিমাণমতো পানি মিশিয়ে মথে নিন। ময়দার-ডো ভাগ করে নিন। একটি করে ডো-এর ভেতর কিমা দিয়ে ভালোমতো মুড়ে নিন। এবার আলতো হাতে রুটির মতো বেলে নিন।

    সবগুলো পুরি তৈরি করে, এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে তাতে পুরিগুলো সোনালি রঙের করে ভেজে তুলুন। পরবর্তীতে সস বা সালাদ দিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু কিমা পুরি।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:44 PM নিজ দেশের নাগরিকদের হত্যা করে গণকবর-সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা 7:05 PM উত্তরবঙ্গের ৯ জেলায় সফরে যাচ্ছেন তারেক রহমান 6:52 PM খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের আনুষ্ঠানিক শোক প্রকাশ 6:30 PM ১১ দিন কারাগারে অমানুষিক নির্যাতনের অভিযোগ-জুলাইযোদ্ধা সুরভীর 6:02 PM ওসমান হাদি হত্যা: প্রধান অভিযুক্ত ফয়সালের ৬৫ লাখ টাকা ফ্রিজ 5:55 PM আসামিদের নামাজ পড়তে হাজতখানায় জায়নামাজ দিলেন ঢাকার সিজিএম 5:53 PM সংসদ নির্বাচন: ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী 5:43 PM পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তার বদলি 5:40 PM ৩৫ জেলায় নিপাহ ভাইরাস, খেজুরের রসসহ যেসব বিষয় সতর্ক করেছেন বিশেষজ্ঞরা 5:30 PM ভারতে খেলার মত পরিস্থিতি নেই বলে আইসিসিকে চিঠি দেওয়া হবে: আসিফ নজরুল