প্রতিনিধি 20 September 2025 , 8:02:51 প্রিন্ট সংস্করণ

আসন্ন দুর্গাপূজায় হামলার কোনো হুমকি নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যেকোনো পদক্ষেপ নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। পূজা মণ্ডপে সবাইকে ঠিকমতো দায়িত্ব পালন করতে হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা কনকসার শ্রী শ্রী কালীমন্দির ও দুর্গা মন্দির, দক্ষিণ মশদগাঁও শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালীমন্দির পরিদর্শন করতে এসে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত বছরের চেয়ে এবার পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে করতে সরকার বদ্ধপরিকর। তাছাড়া গত ১৫ বছর ধরে দুর্গাপূজায় অনুদান ছিল দুই কোটি টাকা, সরকার সেখান থেকে বাড়িয়ে এখন পাঁচ কোটি টাকা দিয়েছে৷
তিনি মন্ডপের পবিত্রতা রক্ষা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান৷ পরে ঘোড়দৌড় বাজার পদ্মা নদীর তীরে প্রস্তাবিত বিনোদন কেন্দ্র পরিদর্শন করেন৷
এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন, লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান৷