সর্বশেষ সংবাদ স্ক্রল

চুরির অপবাদে কুকুর লেলিয়ে দিয়ে যুবককে নির্যাতন, আটক ৩

  প্রতিনিধি 20 September 2025 , 2:39:41 প্রিন্ট সংস্করণ

বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলের সামনে এ ঘটনা ঘটে
বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলের সামনে এ ঘটনা ঘটে
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

কুমিল্লায় চোর সন্দেহে জয় (৩২) নামের এক যুবককে কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতন করার ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলের সামনে এ ঘটনা ঘটে। শনিবার (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে র‍্যাব-১১ সিপিসি-২।

জানা গেছে, ভুক্তভোগী জয় চন্দ্র সরকার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শীতলপুর গ্রামের বিষ্ণু সরকারের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, বুড়িচং উপজেলার দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলে বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। প্রতি শুক্রবারই জুমার নামাজের সময় এসব চুরি সংঘটিত হতো। গত শুক্রবার জুমার নামাজের সময় মিলের কিছু নিরাপত্তাকর্মী ও শ্রমিক নামাজে না গিয়ে চোর ধরার জন্য অপেক্ষা করে। নামাজ শুরু হলে জয় কৌশলে মিলের ভেতরে প্রবেশ করে। তা দেখে নিরাপত্তাকর্মীরা মিলের দুটি কুকুরকে তার পেছনে লেলিয়ে দেন। কুকুরের তাড়া খেয়ে জয় এক প্রান্তে দৌড়ে গিয়ে মাটিতে পড়ে গেলে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর শ্রী জয়ের শরীরে একযোগে কামড় বসাচ্ছে। এ সময় কয়েকজন যুবক লাঠি হাতে তাকে আঘাত করছেন। কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে তিনি বাঁচার জন্য আকুতি করছেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। পরে রাতে র‍্যাব-১১ সিপিসি-২ এবং বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও সজিব নামে তিনজনকে আটক করে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, এ ঘটনায় ভুক্তভোগী বুড়িচং থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখে তিনজনকে আটক করা হয়েছে। আটক তিনজনকে র‍্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি