প্রতিনিধি 19 September 2025 , 4:15:42 প্রিন্ট সংস্করণ

মালদ্বীপে অনুষ্ঠিত ‘১ম কমনওয়েলথ পুরুষ বীচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ-২০২৫’ এ দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ বীচ হ্যান্ডবল দল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ০৭-০৩ গোলের ব্যবধানে হারিয়ে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ দলের হয়ে বিজিবি’র সিপাহী মোঃ খোকন মোল্লা, সিপাহী মোঃ আঃ রউফ, সিপাহী অনিক পারিয়াল এবং সিপাহী মোঃ নাহিদ আলী অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। ম্যাচে দুর্দান্ত খেলে আবারও ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজিবির সিপাহী খোকন মোল্লা।

এর আগে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫৩-২৭ গোলের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ দল। সে ম্যাচেও সেরা খেলোয়াড় হন খোকন মোল্লা।
উল্লেখ্য, ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মালদ্বীপে চলমান এই আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ ও সাউথ আফ্রিকাসহ মোট ছয়টি দল অংশ নিচ্ছে।