• আন্তর্জাতিক

    ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫ হাজার: রয়টার্সের প্রতিবেদন

      প্রতিনিধি 18 January 2026 , 6:59:23 প্রিন্ট সংস্করণ

    ইরানের সরকারবিরোধী বিক্ষোভের একটি দৃশ্য। ছবি: রয়টার্স
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে জানিয়েছেন, দেশটির এক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। রোববার (১৮ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই পরিসংখ্যান তুলে ধরেন। তবে ওই কর্মকর্তা তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক ছিলেন। অপরদিকে, এর বাইরে আরও কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও অ্যাকটিভিস্ট গ্রুপ দাবি করেছে, নিহতের সংখ্যা ১২ থেকে ২০ হাজার পর্যন্ত হতে পারে।

    বিজ্ঞাপন

    ইরানি ওই কর্মকর্তার ভাষ্যমতে, নিহতের তালিকায় প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। তিনি এই বিপুল প্রাণহানির জন্য ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজদের’ দায়ী করেছেন। তার দাবি, এই গোষ্ঠীগুলো ‘নিরপরাধ ইরানিদের’ হত্যা করছে। তবে ইরান সরকার বরাবরই এই অস্থিরতার জন্য ইসরায়েলসহ বিদেশি শত্রু রাষ্ট্রগুলোকে দায়ী করে আসছে। তেহরানের দাবি, ইসরায়েল ও বিদেশের সশস্ত্র গোষ্ঠীগুলো বিক্ষোভকারীদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে উসকানি দিচ্ছে।

    রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর-পশ্চিম ইরানের কুর্দি-অধ্যুষিত এলাকাগুলোতে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ওই অঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরে সক্রিয় এবং আগের বিভিন্ন সময়েও সেখানে বড় ধরনের অস্থিরতা দেখা গেছে। নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার সংস্থা হেনগাও জানিয়েছে, গত ডিসেম্বরের শেষ থেকে শুরু হওয়া বিক্ষোভে কুর্দি এলাকাগুলোতেই রক্তপাত সবচেয়ে বেশি হয়েছে।

    অপরদিকে, মানবাধিকার সংস্থাগুলো আরও বেশি প্রাণহানির দাবি করছে। শনিবার (১৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, এখন পর্যন্ত ৩ হাজার ৩০৮ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে এবং আরও ৪ হাজার ৩৮২টি ঘটনা পর্যালোচনায় রয়েছে। এ ছাড়া ২৪ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:59 PM ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫ হাজার: রয়টার্সের প্রতিবেদন 6:48 PM সিইসি-মির্জা ফখরুল বৈঠক: ‘ইসি পক্ষপাতমূলক আচরণ করছে’ 6:33 PM জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি 6:17 PM ভিন্নমতের হলেও একসঙ্গে আলাপ করা, কথা বলাই গণতন্ত্রের অংশ: জাইমা রহমান 6:14 PM জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ নারীরা 6:10 PM সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক 5:17 PM ২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় প্রার্থী হচ্ছেন 5:16 PM সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ বাণিজ্য মন্ত্রণালয়ের 4:06 PM সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ মরদেহ উদ্ধার 3:53 PM এ আর রহমানকে ‘ঘৃণ্য মানুষ’ বলে তোপ কঙ্গনার