বিনোদন

স্বস্তিকা দত্ত ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি!

  প্রতিনিধি 18 September 2025 , 6:05:27 প্রিন্ট সংস্করণ

- স্বস্তিকা দত্ত। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পরই স্বস্তিকা দত্ত ত্রিকোণ প্রেমের সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’ সিনেমায় অভিনয় করছেন। নতুন সিনেমায় শুটিংয়ের আগে ভারতের আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী। কথা বলেছেন ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা দিক নিয়ে।

টিকে থাকতে হলে নায়িকাদের নাকি খোলামেলা পোশাক ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়? যদিও অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য, শ্রুতি দাস খোলামোলা পোশাক পরবেন না বলেছেন। স্বস্তিকা কী করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন-তিনিও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চান। তবে নিজেকে আগে তৈরি করে।

বিজ্ঞাপন

বিগত ১৪ বছরে তার ক্যারিয়ার দর্শন কী-এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘এক পেশায় এত দিন ধরে টিকে থাকতে গেলে একটু ভেবে চলতেই হয়। তার জন্য হিসাব করিনি। কারণ, বেশি বাছাবাছি করলে কাজই পাব না। চেষ্টা করেছি নানা ধরনের চরিত্রে অভিনয় করতে। এবং সেগুলো নায়িকাকেন্দ্রিক হলে আরও ভালো’।

‘মিমি চক্রবর্তীকে “রক্তবীজ ২”-এ বিকিনিতে দেখেছেন। নিজেকে তৈরি করে তবে এই দৃশ্যে অভিনয়ে রাজি হয়েছেন মিমিদি। আমিও এটাই করব।’ স্বস্তিকা আগে খোলামেলা পোশাকে নিজেকে ফিট করবেন। চিত্রনাট্যে ঘনিষ্ঠ দৃশ্যের কতটা প্রয়োজন, সেটা আগে বুঝবেন। তার পর রাজি হওয়ার কথা ভাববেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এ সময়ের আলোচিত তরুণ অভিনেত্রীদের স্বস্তিকা। ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’ সিনেমায় তার বিপরীতে দুই নায়ক গৌরব চক্রবর্তী, অনিন্দ্য সেনগুপ্ত। তবে ছবি দুটি কবে নাগাদ রিলিজ দেয়া হবে সে বিষয়ে জানতে ভক্তদের অপেক্ষা করতে হবে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ