• আইন-আদালত

    কাদের-সাদ্দামসহ ৭ নেতার অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি আজ

      প্রতিনিধি 18 January 2026 , 8:32:55 প্রিন্ট সংস্করণ

    ফাইল ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ।
    রোববার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হবে। অপর সদস্যরা হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

    এ মামলায় প্রথমে শুনানি করবে প্রসিকিউশন। এরপর আসামিপক্ষের শুনানি হবে। যদিও সাতজনের কোনো আসামিই গ্রেফতার নেই। পলাতক থাকায় তাদের পক্ষে সরকারি খরচে (স্টেট ডিফেন্স) আইনজীবী নিয়োগ দেওয়া হয়। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ জানুয়ারি এ আদেশ দেন ট্রাইব্যুনাল।

    বিজ্ঞাপন

    ঐ দিন সাত আসামিরই আত্মসমর্পণের দিন ধার্য ছিল। কিন্তু তারা হাজির হননি। এছাড়া পরোয়ানা জারির পর ২৯ ডিসেম্বর গ্রেফতার করে তাদের ট্রাইব্যুনালে আনার কথা ছিল। তবে স্থায়ী-অস্থায়ী ঠিকানায় গিয়ে কাউকে খুঁজে পায়নি আইন প্রয়োগকারী সংস্থা। পরে ৩০ ডিসেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত।

    কাদের ছাড়া অপর আসামিরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

    মানবতাবিরোধী অপরাধে ১৮ ডিসেম্বর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই দিন সকালে ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন। এ মামলায় জুলাই গণঅভ্যুত্থানে হত্যার নির্দেশ, প্ররোচনা ও উসকানির অভিযোগ আনা হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:32 AM কাদের-সাদ্দামসহ ৭ নেতার অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি আজ 8:18 AM বেতন কাঠামো চূড়ান্ত: সর্বনিম্ন বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব 8:42 PM জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা 8:04 PM তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাই-কমিশনারের সাক্ষাৎ 7:47 PM অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: ফাহাদের দুর্দান্ত বোলিং নৈপুণ্য, ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ 7:23 PM উপদেষ্টা পরিষদে মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ খসড়া-চূড়ান্ত অনুমোদন 7:11 PM স্বাধীনতা নিয়ে যারা বিরূপ কথা বলে, তাদের সঙ্গে চলতেও চাই না: মির্জা আব্বাস 6:46 PM ‘ইসলামী আন্দোলনের সাথে আলোচনার সুযোগ নেই, জোটে ফেরার পথ খোলা’ 6:30 PM ঢাকা-১৭ আসনে প্রার্থী তারেক রহমান 6:28 PM হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল