• জাতীয়

    বেতন কাঠামো চূড়ান্ত: সর্বনিম্ন বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব

      প্রতিনিধি 18 January 2026 , 8:18:13 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত নতুন বেতনকাঠামো প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। আগামী ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে পুরোপুরি কার্যকর হবে।

    বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা, যা নতুন প্রস্তাবে দ্বিগুণেরও বেশি বাড়িয়ে প্রায় ১৮,০০০ টাকা বা তার বেশি করার সুপারিশ করা হয়েছে। সর্বোচ্চ বেতন বাড়িয়ে ৭৮,০০০ টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকার উপরে নেয়ার পরিকল্পনা রয়েছে। বেতন কাঠামোর সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত হবে ১:৮।

    বিজ্ঞাপন

    নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এর জন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে, যা আংশিক বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে।

    গত বছরের জুলাই মাসে গঠিত ২১ সদস্যের বেতন কমিশন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। এখন সেই প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে জমা দেওয়া হবে ২১ জানুয়ারি, এরপর উপদেষ্টা পরিষদের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

    নতুন বেতন কাঠামো শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক চাপ লাঘবের বড় প্রত্যাশা হিসেবে দেখা হচ্ছে। নিম্নস্তরের কর্মচারীদের বেতন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যেন তাদের জীবনযাত্রার খরচ সামলানো সহজ হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:18 AM বেতন কাঠামো চূড়ান্ত: সর্বনিম্ন বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব 8:42 PM জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা 8:04 PM তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাই-কমিশনারের সাক্ষাৎ 7:47 PM অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: ফাহাদের দুর্দান্ত বোলিং নৈপুণ্য, ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ 7:23 PM উপদেষ্টা পরিষদে মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ খসড়া-চূড়ান্ত অনুমোদন 7:11 PM স্বাধীনতা নিয়ে যারা বিরূপ কথা বলে, তাদের সঙ্গে চলতেও চাই না: মির্জা আব্বাস 6:46 PM ‘ইসলামী আন্দোলনের সাথে আলোচনার সুযোগ নেই, জোটে ফেরার পথ খোলা’ 6:30 PM ঢাকা-১৭ আসনে প্রার্থী তারেক রহমান 6:28 PM হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল 6:22 PM জাতীয় নির্বাচন: সারাদেশে কাজ শুরু করেছে, ইইউ’র ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক