• জাতীয়

    জাতীয় নির্বাচন: সারাদেশে কাজ শুরু করেছে, ইইউ’র ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক

      প্রতিনিধি 17 January 2026 , 6:22:25 প্রিন্ট সংস্করণ

    সারাদেশে কাজ শুরু করেছে, ইইউ’র ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশের সাধারণ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশন, শনিবার (১৭ জানুয়ারি) থেকে সারাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষককে মাঠ জরিপ ও তথ্য সংগ্রহে পাঠিয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান শেষে, ইইউ-ইওএমের উপপ্রধান পর্যবেক্ষক ইনতা লাসে এই তথ্য নিশ্চিত করেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

    ইতোমধ্যে এই পর্যবেক্ষকেরা দেশের ৬৪টি জেলায় তাদের মাঠপর্যায়ের কার্যক্রম শুরু করছেন। ইইউ কর্মকর্তারা জানিয়েছেন, এই পর্যবেক্ষকদের সংগৃহীত তথ্য ও মাঠপর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতেই নির্বাচন প্রক্রিয়ার একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ মূল্যায়ন তৈরি করা হবে। এই পর্যবেক্ষক মিশনে কেবল ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোই নয় বরং কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

    বিজ্ঞাপন

    অনুষ্ঠানে ইনতা লাসে জানান, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা মূলত ২ সদস্যের একটি দল গঠন করে কাজ করবেন। তারা কেবল বড় শহরগুলোতেই সীমাবদ্ধ থাকবেন না, বরং দেশের প্রত্যন্ত গ্রাম পর্যায়েও তাদের পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন। অপরদিকে, মাঠপর্যায়ে দায়িত্ব পালনের আগে এই পর্যবেক্ষকদের বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী আইনগত কাঠামো এবং গণমাধ্যম ও সামাজিক বাস্তবতা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয়েছে।

    তাদের কাজের প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে সাধারণ ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা। এছাড়া তারা নাগরিক পর্যবেক্ষক ও তরুণ কর্মীদের সঙ্গে আলোচনার পাশাপাশি আঞ্চলিক পর্যায়ের গুরুত্বপূর্ণ নির্বাচনী দিকগুলো পর্যবেক্ষণ করবেন এবং সেই তথ্য ঢাকায় অবস্থানরত মূল বিশেষজ্ঞ দলকে নিয়মিত সরবরাহ করবেন।

    এর আগে গত ১১ জানুয়ারি মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইইয়াবস আনুষ্ঠানিকভাবে এই মিশনের উদ্বোধন করেন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, ইইউর এই পর্যবেক্ষণ কার্যক্রম তত বেশি জোরদার করা হবে বলে মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। নির্বাচনের দিন এবং তার কাছাকাছি সময়ে আরও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মাঠে নামবেন। সব মিলিয়ে ইইউর প্রায় ২০০ জন পর্যবেক্ষক বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। আগামী ১৪ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই মিশন তাদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:46 PM ‘ইসলামী আন্দোলনের সাথে আলোচনার সুযোগ নেই, জোটে ফেরার পথ খোলা’ 6:30 PM ঢাকা-১৭ আসনে প্রার্থী তারেক রহমান 6:28 PM হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল 6:22 PM জাতীয় নির্বাচন: সারাদেশে কাজ শুরু করেছে, ইইউ’র ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক 5:43 PM বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল, গুঞ্জন তুঙ্গে! 3:35 PM টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের ক্রিকেটার 3:22 PM গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করলে শহীদের সাথে জুলুম হবে: তারেক রহমান 3:13 PM মিরপুরে পরিত্যক্ত ভবনে মিললো নিখোঁজ ব্যক্তির মরদেহ 2:22 PM ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান 1:57 PM জুলাইয়ের চেতনা ধ্বংস করতেই দুটি পত্রিকা অফিসে আগুন: নূরুল কবির