• জাতীয়

    দেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন শুরু

      প্রতিনিধি 17 January 2026 , 11:58:01 প্রিন্ট সংস্করণ

    ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন দেশের ৬৪ জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন শুরু করেছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানী থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা হওয়ার মধ্য দিয়ে মাঠপর্যায়ের কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে সকালে ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্ডা লাসে বলেন, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা ইইউ মিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাদের পর্যবেক্ষণ ও তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে নির্বাচনি প্রক্রিয়ার নিরপেক্ষ মূল্যায়ন সম্ভব হবে।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন দীর্ঘমেয়াদি ও দেশব্যাপী পর্যবেক্ষণের জন্য সুসংহত ও সুপ্রতিষ্ঠিত পদ্ধতি অনুসরণ করে থাকে। এর মাধ্যমে নির্বাচনি প্রক্রিয়ার একটি ভারসাম্যপূর্ণ ও গভীর বিশ্লেষণ উপস্থাপন করা হয়। মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকরা আঞ্চলিক পর্যায়ে নির্বাচনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং ঢাকাভিত্তিক মূল দলের বিশ্লেষণ কার্যক্রমে সহায়তা করবেন।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, পর্যবেক্ষকরা দুই সদস্যের দলে কাজ করবেন। তারা ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী, রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক পর্যবেক্ষক ও তরুণ কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। শহরের পাশাপাশি ছোট শহর ও গ্রামাঞ্চলেও তাদের কার্যক্রম চলবে।
    ইন্ডা লাসে আরও বলেন, এসব পর্যবেক্ষক ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রসমূহের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে এসেছেন। মাঠপর্যায়ে দায়িত্ব পালনের আগে তাদের বাংলাদেশের নির্বাচনি ব্যবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, আইনি কাঠামো এবং গণমাধ্যম ও সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হয়েছে।

    তিনি জানান, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এই নির্বাচন পর্যবেক্ষণ মিশন কাজ করছে। মিশনের প্রধান পর্যবেক্ষক ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস গত ১১ জানুয়ারি ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মিশনের কার্যক্রম শুরু করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:58 AM দেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন শুরু 11:34 AM বাংলাদেশও বিশ্বকাপে খেলতে পারে : ফিফা সভাপতি 11:19 AM মাঝরাতে আমির হামজার দুঃখপ্রকাশ 10:44 AM সিলেটে ত্রিমুখী বাসের সংঘর্ষ, নিহত ২ 10:12 AM বিদেশে পোস্টাল ব্যালটে পরিবর্তন নয়, দেশের অভ্যন্তরে বিবেচনাধীন: ইসি মাছউদ 7:26 AM মধ্যরাতে ঢাবির হল থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার 12:55 AM খালেদা জিয়ার মানসিকতা ধারণ করার আহ্বান বিশিষ্টজনদের 12:35 AM হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি 12:21 AM শ্বাসরুদ্ধকর লড়াইয়ের শেষ বলে ৫ রানে জয় পেল রাজশাহী 11:20 PM দ্বীয়া দ্বীপ দখল নিতে আরাকান আর্মি ও সশস্ত্র রোহিঙ্গাদের সংঘাত