• খেলা

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ের শেষ বলে ৫ রানে জয় পেল রাজশাহী

      প্রতিনিধি 17 January 2026 , 12:21:51 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রোমাঞ্চকর এক ম্যাচ হয়েছে সিলেট ও রাজশাহীর। আসরের প্রথম ম্যাচ খেলেছিল দুই দল। সেই ম্যাচের মতো এই ম্যাচেও জয় ধরে রেখেছে রাজশাহী। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫ রানে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। শেষ ওভারে ১১ রান দরকার ছিল সিলেটের জয়ের জন্য। রাজশাহীর হয়ে বোলিং করেন বিনুরা ফার্নান্দো। ৫ বলে ৩ রান দেওয়ার পর টানা দুই ওয়াইড দেন বিনুরা। ফলে শেষ বলের সমীকরণ দাঁড়ায় ১ বলে ৬। কিন্তু কোনো অঘটন ঘটেনি। রুয়েল মিয়াকে বোল্ড করে ৫ রানের জয় আদায় করেন তিনি রাজশাহীর হয়ে।

    লক্ষ্য তাড়ায় নেমে ১৫ রানে ২ উইকেট হারায় সিলেট। ওপেনার তৌফিক খান ৪ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আউট হন ১ রান করে। চাপ সামাল দেন অন্য ওপেনার পারভেজ হোসেন ইমন ও মুমিনুল হক ৪৯ রানের জুটি গড়ে।

    বিজ্ঞাপন

    ৪১ রান করে দলীয় ৬৪ রানে ইমনের বিদায়ে পতন হয় তৃতীয় উইকেট ও ভাঙে জুটি।

    এরপর মুমিনুল জুটি গড়েন আফিফ হোসেনকে নিয়ে ৩২ রানের। জুটি ভাঙার পর বিদায় নেন দুজনেই দ্রুত। ১৬ রান করে আফিফ দলীয় ৯৬ রানে আর দলের বোর্ডে ১০০ রান হতেই আউট হন ৩১ রান করা মুমিনুল। ৫ উইকেট হারানোয় কিছুটা কঠিন হয়ে পড়ে ম্যাচ।

    মঈন আলী হাত খুলতে শুরু করেন মাঠে নেমেই। কিন্তু অপরপ্রান্তে ইথান ব্রুকস ১ রানে আউট হলে ষষ্ঠ উইকেটেরও পতন হয় ১১১ রানে। চাপটা আরো বাড়ে সিলেটের। ৩ ছক্কা ১ চারে ১২ বলে ২৭ রান করে মঈনের বিদায়ে ১০ বলে ১৩ রানের সমীকরণ মেলাতে পারেনি টাইটান্স। নাসুম, শহিদুল ও রুয়েল কোনো বাউন্ডারি বের করতে না পারায় হারতে হয়েছে ম্যাচ।

    রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন রিপন মন্ডল। ২টি বিনুরা ফার্নান্দো ও একটি করে রুবেল, সাকলায়েন ও নিশামের ঝুলিতে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:21 AM শ্বাসরুদ্ধকর লড়াইয়ের শেষ বলে ৫ রানে জয় পেল রাজশাহী 11:20 PM দ্বীয়া দ্বীপ দখল নিতে আরাকান আর্মি ও সশস্ত্র রোহিঙ্গাদের সংঘাত 8:55 PM পবিত্র শব-ই মেরাজ মেরাজ: মুসলমানদের জন্য অত্যন্ত মহিমান্বিত রাত 8:34 PM জরুরি সংবাদ সম্মেলন: ইসলামী আন্দোলনের অভিযোগ নাকচ জামায়াতের 8:19 PM সুপ্রিম কোর্টের নির্দেশে, পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল 8:08 PM ইসিতে আপিল শুনানি: সপ্তম দিনে ১৮ প্রার্থীর আবেদন মঞ্জুর 8:01 PM তারেক রহমান ও ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক 7:54 PM যুক্তরাজ্য মিশনে নিয়োগ পেলেন শহীদ ওসমানের ভাই ওমর হাদি 7:43 PM কেরানীগঞ্জে মা-মেয়ে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য 7:07 PM জয়শ্রী কবিরের মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন জাভেদ মাহমুদ