
প্রতিনিধি 14 January 2026 , 12:58:40 প্রিন্ট সংস্করণ

অনেকদিন ধরেই গুঞ্জন ছিল কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব প্রেম করছেন। যদিও কখনোই জনসমক্ষে বিষয়টি নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই। এবার জানা গেলে, অবশেষে বুধবার (১৪ জানুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন শোবিজের চর্চিত এই জুটি।

এ সম্পর্কে দুজনের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের বিয়ের জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা। এদিন দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গণের একাধিক তারকা কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীর সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। তবে এ নিয়ে এখনো মুখ খোলেননি জেফার।
জেফার-রাফসানের বন্ধুত্বের সম্পর্ক অনেকদিনের। তবে বছরখানেক আগে এই উপস্থাপকের বিবাহবিচ্ছেদ হওয়ার পরই জেফারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ব্যাপক আলোচনায় আসে। তখন নিজেদের সম্পর্ক কেবলই বন্ধুত্বের বলে উল্লেখ করলেও অবশেষে সেই গুঞ্জনই সত্যি হওয়ার পথে!
যদিও এই জুটি সামাজিক মাধ্যমে কম-বেশি সবসময়ই নেটিজেনদের আলোচনায় থাকতেন।