• জাতীয়

    জাতীয় সংসদ নির্বাচন: চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

      প্রতিনিধি 13 January 2026 , 6:41:13 প্রিন্ট সংস্করণ

    জাতীয় সংসদ নির্বাচন: চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থ দিনে আরও ৫৩টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ৫৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বাসস’কে এসব কথা জানিয়েছেন।

    সিনিয়র সচিব জানান, রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থ দিনে মোট ৭০টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে ৫৩টি আপিল মঞ্জুর করা হয়েছে। এছাড়া ১৭ টি আপিল না মঞ্জুর করা হয়েছে। সব মিলে গত ৪ দিনে আপিলের শুনানি শেষে ২০৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

    বিজ্ঞাপন

    এরআগে সোমবার ৪১টি আপিল আবেদন মঞ্জুর করে ইসি। আপিল শুনানিতে ২৪টি আবেদন না-মঞ্জুর হয়েছে এবং ৪টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। এর মধ্যে পাবনা-২ আসনে নির্বাচনি কার্যক্রম স্থগিত হওয়ায় ১৬১/২০২৬ নম্বর আপিল আবেদনের শুনানি হয়নি। চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা তার দায়েরকৃত ১৫৭/২০২৬ নম্বর আপিল আবেদনটি প্রত্যাহার করে নিয়েছেন।

    রোববার ৫৮টি আপিল আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। অপর ৭টি আবেদন না-মঞ্জুর হয় এবং ৬টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়। অপরদিকে, শনিবার প্রথম দিনে ৭০টি আপিলের মধ্যে অনুমোদিত বা মঞ্জুর করা হয়েছে ৫২টি আপিল। নামঞ্জুর করা হয়েছে ১৫টি আপিল। এর মধ্যে একজন প্রার্থীর প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুর হয়।

    মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) সকাল ১০টা থেকে আপিলের শুনানি শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৪টা পর্যন্ত আপিল শুনানি গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ফুল কমিশন। এ দিন ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।

    ইসি’র পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা জানান, শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:41 PM জাতীয় সংসদ নির্বাচন: চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন 6:40 PM আফগানিস্তানের দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন ঢাকার কোচ 6:21 PM ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজার 6:01 PM আইসিসির সাথে ভিডিও কনফারেন্স বিসিবির, যে সিদ্ধান্ত জানালো বোর্ড 5:58 PM জেনে নিন-মটরশুঁটি খাওয়ার উপকারিতা 5:47 PM ‘স্বপ্নের’ প্রাসাদ বিক্রি করছেন রোনালদো 5:31 PM বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি 5:22 PM ২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ 4:54 PM নারী-পুরুষের সমতা নিয়ে যা বললেন মিথিলা 4:43 PM “গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে”