
প্রতিনিধি 11 January 2026 , 7:15:32 প্রিন্ট সংস্করণ

ইরানের বিভিন্ন অঞ্চলে চলমান অস্থিরতা ও সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অন্তত ১০৯ জন সদস্য নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম’ এর বরাতে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

তবে প্রতিবেদনে নিহত বিক্ষোভকারীদের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি। এর আগে ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই দেশজুড়ে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিক্ষোভ রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। তেহরানসহ একাধিক শহরে বিক্ষোভ ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। ইরানি মুদ্রা রিয়ালের ব্যাপক অবমূল্যায়ন, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক সংকটকে এই আন্দোলনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
সরকারি কোনো সংস্থা এখনো হতাহতের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করেনি। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘এইচআরএএনএ’ জানিয়েছে, চলমান অস্থিরতায় এখন পর্যন্ত অন্তত ১১৬ জন নিহত হয়েছেন এবং ২ হাজার ৬০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে।
অপরদিকে, আরও ভয়াবহ তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তেহরানের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, রাজধানীর ৬টি হাসপাতালে অন্তত ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যু নথিভুক্ত হয়েছে। তার দাবি অনুযায়ী, নিহতদের বেশিরভাগই গুলির আঘাতে মারা গেছেন।