
প্রতিনিধি 11 January 2026 , 6:13:01 প্রিন্ট সংস্করণ

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনার নেপথ্যে ছিলো ব্যবসায়িক দ্বন্দ্ব। এমনটি বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (১১ জানুয়ারি) এক জরুরি সাংবাদিক সম্মেলন ডিবিপ্রধান শফিকুল ইসলাম এই তথ্য জানান।
তবে ইতোমধ্যে এই হত্যায় জড়িত সন্দেহে প্রধান শুটারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকরা হলেন-শুটার জিনাতসহ ৩ সহোদর আবদুর রহিম, বিল্লাল হোসেন ও আবদুল কাদের। এছাড়াও সন্দেহজনক আরেক শুটার এখনও পলাতক।
