• খেলা

    মুস্তাফিজকে আইপিএলে ফেরত চেয়েছিল বিসিসিআই

      প্রতিনিধি 8 January 2026 , 3:39:15 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কঠোর অবস্থানে হকচকিয়ে গেছে ভারত ও বিসিসিআই। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিসিবির অনড় দশা দেখে নড়েচড়ে বসে ভারত। সাথে সাথে প্রস্তাব দেয়, মুস্তাফিজকে আইপিএলে ফেরত নেওয়া হবে এবং তার বিনিময়ে বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে কি না। তবে সেই প্রস্তাব তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আরও একবার সাফ জানিয়ে দেয়- কোনোমতেই ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

    ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে মিনি নিলাম থেকে কিনে নেয় আইপিএলের তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তবে অযাচিতভাবে বিসিসিআই কলকাতাকে নির্দেশ দেয়, মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে হবে। মুস্তাফিজ বা বাংলাদেশের প্রতি বিদ্বেষ এত বেশি ছিল যে কলকাতার পেইজ থেকে মুস্তাফিজের সব ছবি ও ভিডিও-ও ডিলিট করা হয়।

    বিজ্ঞাপন

    এ ঘটনায় সাথে সাথে কঠোর পদক্ষেপ নেয় বিসিবি। সাফ জানিয়ে দেওয়া হয়, মুস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ একটি দেশে পুরো দল গিয়ে বিশ্বকাপ খেলার প্রশ্নই আসে না। তাই বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে হবে শ্রীলঙ্কায়। বাংলাদেশের এমন কঠোর পদক্ষেপ দেখে ভড়কে যায় ভারত। তখন বিসিবিকে প্রস্তাব দেওয়া হয়, মুস্তাফিজকে ফিরিয়ে নেওয়ার।

    নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালকের বক্তব্যে বলা হয়েছে, ‘আমরা প্রস্তাবটি গ্রহণ করলে ইনিংস ঘোষণার পর সেই ইনিংসে পুনরায় ব্যাটিং শুরু করার মতো ব্যাপার হয়ে যেত। আমরা তাই সেটি গ্রহণ করিনি।‘

    বিসিসিআইয়ের এই প্রস্তাব আসার আগেই অবশ্য বিসিবি জানিয়ে দিয়েছে নিজেদের কঠোর অবস্থান। তবে বিসিসিআই স্বভাবতই তা হজম করতে পারেনি। তাই মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর আবারো ফিরিয়ে নেওয়ার প্রস্তাব জানায়। মুস্তাফিজ আইপিএলে না থাকায় অবশ্য এরই মাঝে ভারতীয় গণমাধ্যমে হাহুতাশ শুরু হয়ে গেছে। কারণ বাংলাদেশের এই তারকা আইপিএলে যাওয়া মানে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর সমর্থন পাওয়া, সাথে সম্প্রচারের লাভের অঙ্ক তো রয়েছেই। তবে হটকারি সিদ্ধান্ত এসব তো হাতছাড়া হলোই ভারতের, সাথে বিশ্বকাপ ভেন্যু হিসেবে গ্রহণযোগ্যতাও কমেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু 6:10 PM বিসিবির অর্থ কমিটি থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি 5:47 PM গণ-অভ্যুত্থানের দায়মুক্তি অধ্যাদেশের অনুমোদন 4:26 PM জামায়াত জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত 4:13 PM দাবি মানার আগে মাঠে নামবেন না ক্রিকেটাররা 2:47 PM পাবনা-১ ও ২ আসনে নির্বাচন ১২ ফেব্রুয়ারি করতে ইসিকে নির্দেশ 1:41 PM সায়েন্সল্যাবে ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ 1:22 PM যথাসময়ে হচ্ছে না বিপিএলে দিনের প্রথম ম্যাচ 1:16 PM বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের 1:05 PM ইরান ইস্যুতে আজ বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ