• সর্বশেষ সংবাদ স্ক্রল

    ৩৫ জেলায় নিপাহ ভাইরাস, খেজুরের রসসহ যেসব বিষয় সতর্ক করেছেন বিশেষজ্ঞরা

      প্রতিনিধি 7 January 2026 , 5:40:54 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নিপাহ ভাইরাসের সংক্রমণের ধরন উদ্বেগজনক হারে পরিবর্তন হচ্ছে বলে সতর্ক করেছে আইইডিসিআর। ইতোমধ্যে দেশের ৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে আইইডিসিআরের মিলনায়তনে ‘নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকি বিষয়ে মতবিনিময়’ শীর্ষক সভায় উপস্থাপিত প্রবন্ধে সংস্থাটির বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা এসব তথ্য জানান।

    প্রবন্ধে বলা হয়, খেজুরের কাঁচা রসকে প্রধান উৎস মনে করা হলেও ২০২৫ সালে নওগাঁর কেস প্রমাণ করে, বাদুড়ের লালা বা মূত্রে দূষিত যে কোনো আধা-খাওয়া ফল সরাসরি খাওয়ার মাধ্যমেও সংক্রমণ ঘটতে পারে এবং সারা বছরই তা সম্ভব। মানুষ থেকে মানুষে সংক্রমণ ঘটে উল্লেখ করে আরও বলা হয়, প্রায় ২৮ শতাংশ ক্ষেত্রে নিপাহ আক্রান্ত ব্যক্তি থেকে সরাসরি অন্য ব্যক্তিতে সংক্রমণ ছড়ায়, যা স্বাস্থ্যকর্মী ও পরিবারের সদস্যদের জন্য উচ্চ ঝুঁকি তৈরি করে।

    বিজ্ঞাপন

    প্রবন্ধে উল্লেখ করা হয়, ২০২৫ সালে নওগাঁ, ভোলা, রাজবাড়ী ও নীলফামারী-এই চার জেলায় চারজন নিপাহ রোগী শনাক্ত হন এবং প্রত্যেকেই মৃত্যুবরণ করেন। এদের মধ্যে নওগাঁর ৮ বছরের এক শিশুর ঘটনাটি ছিল দেশে প্রথম ‘অ-মৌসুমি নিপাহ কেস’, যা শীতকাল ছাড়াই আগস্ট মাসে শনাক্ত হয়। ওই শিশুর সংক্রমণের উৎস ছিল বাদুড়ের আধা-খাওয়া ফল (কালোজাম, খেজুর, আম) খাওয়া, যা নিপাহ ছড়ানোর একটি নতুন ও এলার্মিং হিসেবে চিহ্নিত হয়েছে।

    দেশের ৬৪ জেলার মধ্যে ৩৫টিতেই নিপাহ ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে উল্লেখ করে প্রবন্ধে বলা হয়, ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে সংক্রমণ ও মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি। গত বছর শনাক্ত ৪ জনের সবাই মারা গেছেন। গ্লোবালি নিপাহ ভাইরাসে আক্রান্তদের গড় মৃত্যুহার প্রায় ৭২ শতাংশ।

    সভায় সভাপতিত্ব করেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন। এ সময় তিনি বলেন, ‘২০২৫ সালের অ-মৌসুমি কেস এবং নতুন সংক্রমণ পথ আমাদের জন্য একটি বড় ওয়ার্নিং সিগন্যাল। নিপাহ এখন শুধু শীত বা খেজুরের রসের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা একটি সারা বছরের এবং বহুমুখী সংক্রমণের হুমকিতে পরিণত হচ্ছে।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:40 PM ৩৫ জেলায় নিপাহ ভাইরাস, খেজুরের রসসহ যেসব বিষয় সতর্ক করেছেন বিশেষজ্ঞরা 5:30 PM ভারতে খেলার মত পরিস্থিতি নেই বলে আইসিসিকে চিঠি দেওয়া হবে: আসিফ নজরুল 3:53 PM করদাতার ব্যাংক এ্যকাউন্টে অনলাইনে ভ্যাট রিফান্ড চালু করল এনবিআর 3:36 PM ২০১৮ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে পৌঁছাল যুক্তরাষ্ট্রের ভুট্টার চালান 3:19 PM আসন্ন নির্বাচনে সর্বোচ্চসংখ্যক পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন 2:54 PM আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা জামায়াতের নায়েবে আমিরের 2:50 PM ওসমান হাদি হত্যার মূল পরিকল্পনাকারী ভারতের কলকাতায় 2:41 PM জকসু নির্বাচনে ১৪ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে এগিয়ে রাকিব 2:04 PM ‘ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন’, বাংলাদেশ নিয়ে ইতিবাচক আইসিসি 2:01 PM দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে : রাধিকা