• অপরাধ

    প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

      প্রতিনিধি 7 January 2026 , 10:51:14 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মাগুরার মহাম্মদপুর উপজেলায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার বড়রিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) ফরিদপুরের বোয়ালমারীর জনতা জুট মিলে ডিউটি শেষে রাতে বাড়ি ফেরার পথে বড়রিয়া গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রী ধর্ষণের শিকার হন।রাত আনুমানিক ১১টার দিকে ওই নারী মহাম্মদপুর উপজেলার গোপালপুর গ্রামের মেসবার ইটভাটার মোড়ে যানবাহন থেকে নামেন। এ সময় সেখানে আগে থেকে ওত পেতে থাকা গোপালপুর গ্রামের মোস্তফার ছেলে সানি (২০), জাহিদুল ইসলামের ছেলে মো. স্বাধীন (২২), কাউসার আলীর ছেলে মো. রুবেল (২৫) এবং মোক্তার হোসেনের ছেলে মো. সুমন (২৫) জোরপূর্বক তাকে ধরে নিয়ে যায়।

    পরে অভিযুক্তরা ওই নারীকে একটি মেহগনি বাগানে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর তিনি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

    বিজ্ঞাপন

    এরপর মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগী নারী মহম্মদপুর থানায় উপস্থিত হয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামানের কাছে লিখিত অভিযোগ দেন।অভিযোগ পাওয়ার পর মহম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সানি (২০) ও মো. স্বাধীনকে (২২) গ্রেপ্তার করে।

    মহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.আশরাফুজ্জামান জানান, ঘটনার পর অভিযান চালিয়ে সানি ও স্বাধীন নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

    এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি তালিকায় দেখা যায়, গ্রেপ্তার হওয়া দুই যুবক- মিজান মাহমুদ সানি ও নাফিস আহমেদ স্বাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহম্মদপুর উপজেলা কমিটির সদস্য হিসেবে তালিকাভুক্ত ছিলেন।

    এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম বলেন, যে কমিটিতে তাদের নাম এসেছিল সেই কমিটি ঘোষণার মাত্র দুই দিনের মাথায় বাতিল ঘোষণা করা হয়েছিল। বর্তমানে ওই কমিটির কোনো বৈধতা নেই।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু 6:10 PM বিসিবির অর্থ কমিটি থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি 5:47 PM গণ-অভ্যুত্থানের দায়মুক্তি অধ্যাদেশের অনুমোদন 4:26 PM জামায়াত জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত 4:13 PM দাবি মানার আগে মাঠে নামবেন না ক্রিকেটাররা 2:47 PM পাবনা-১ ও ২ আসনে নির্বাচন ১২ ফেব্রুয়ারি করতে ইসিকে নির্দেশ 1:41 PM সায়েন্সল্যাবে ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ 1:22 PM যথাসময়ে হচ্ছে না বিপিএলে দিনের প্রথম ম্যাচ 1:16 PM বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের 1:05 PM ইরান ইস্যুতে আজ বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ