রাজনীতি

নির্বাচনে অনীহা থেকেই তাদের কর্মসূচি : আমীর খসরু

  প্রতিনিধি 17 September 2025 , 3:00:55 প্রিন্ট সংস্করণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

সমাধানের আগেই আন্দোলনের অর্থ আলোচনার টেবিলকে অসম্মান করা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন নিয়ে অনীহা থেকেই তাদের কর্মসূচি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে সাংবাদিককের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচন নিয়ে তাদের (সরকারের) অনীহা থাকতে পারে। যেসব বিষয়ে এখনো ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে আলোচনা চলছে। এই প্রক্রিয়ার মধ্যে আন্দোলনের ডাক দেওয়া মানে আলোচনার টেবিলকে অসম্মান করা।আমীর খসরু বলেন, চলমান আলোচনায় বেশির ভাগ ইস্যুতে এরই মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এমন অবস্থায় আন্দোলনের ডাক দেওয়া জনমনে প্রশ্ন তুলতে পারে।

আমীর খসরু আরও বলেন, জনগণের মনে প্রশ্ন জাগছে—তারা (সরকার) কি দেশকে অস্থিতিশীল করতে চাইছে? বিতাড়িত শক্তিকে কি আবার ফেরত আনার চেষ্টা চলছে? এসব প্রশ্ন এখন সামনে আসছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা ইতোমধ্যে নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, জনগণ এখন নির্বাচনের জন্য অপেক্ষায় আছে। এ সময় মাঠে নামতে হবে ভোটের প্রচারে। জনগণ একটি শান্তিপূর্ণ পরিবেশ চায়—সেখানে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তাকে নিজেকেই ভাবতে হবে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ