
প্রতিনিধি 6 January 2026 , 2:30:22 প্রিন্ট সংস্করণ

মালয়েশিয়ার শতবর্ষী রাজনীতিক ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ঘরের মধ্যে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন। পরে সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয়। যদিও আঘাত পেয়েও তিনি জ্ঞান হারাননি। তবে বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে তার এক সহযোগী এ তথ্য দিয়েছেন। মূলত শত বছর বয়স, দীর্ঘ অসুস্থতা আর দীর্ঘস্থায়ী হৃদরোগের ইতিহাস- সব মিলেই তার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
গত জুলাইয়ে ১০০ বছর বয়স হওয়া উপলক্ষ্যে আয়োজিত একটি পিকনিকে জ্ঞান হারান তিনি। ওই সময় তাকে হাসপাতালে নেওয়া হয়।

সুফি ইউসুফ নামে মাহাথিরের ওই সহযোগী এএফপিকে বলেছেন, বাসায় পড়ে যাওয়ার পর তাকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে পর্যবেক্ষণের জন্য নেয়া হয়েছে। তার ভাষায়, তার জ্ঞান রয়েছে। শারীরিক পরিস্থিতি এখনই বলা কঠিন। শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি রাখা হবে কি না এটা বলার মতো সময় এখনও হয়নি।
বারান্দার এক অংশ থেকে শোবার ঘরে যাওয়ার সময় তিনি পড়ে যান বলে জানান সুফি। তবে বর্তমানে মাহাথিরের অবস্থা নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি তিনি। হার্টের সমস্যার কারণে আগেই মাহাথিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়েছিল।
এদিকে বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, পড়ে যাওয়ার পর মাহাথির মোহাম্মদের নিতম্বে ভাঙন (হিপে ফ্র্যাকচার) হয়েছে কিনা তা নিয়ে দ্বিধায় রয়েছেন চিকিৎসকেরা। বিষয়টি নিশ্চিত করতে রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটেই তাকে রাখা হয়েছে।