
প্রতিনিধি 2 January 2026 , 5:59:43 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে মাত্র ১২২ রানে অলআউট করে চট্টগ্রাম রয়্যালস। রাজধানীর দলটিকে অল্পতে আটকানোর ক্ষেত্রে বোলারদের পাশাপাশি বড় ভূমিকা রেখেছেন চট্টগ্রামের উইকেট রক্ষক অ্যাডাম রশিংটন। তার আগে এক ম্যাচে ৪টি করে স্ট্যাম্পিং করেছেন আরও ৬ জন উইকেট রক্ষক। তাদের সঙ্গে যোগ দিলেন চট্টগ্রাম রয়্যালসের এই উইকেট কিপার।

আজকের ম্যাচে মোট ৫টি ডিসমিসালে অবদান রেখেছেন এই ইংলিশ ক্রিকেটার। এর মধ্যে রান আউট একটি, স্ট্যাম্পিং চারটি। তাতেই হয়েছে বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটের এক ম্যাচে সর্বোচ্চ স্ট্যাম্পিংয়ের রেকর্ডে যৌথভাবে নিজের নাম লিখিয়েছেন তিনি। সবার আগে এই কীর্তি গড়েছিলেন টনি ফ্রোস্ট। ২০০৪ সালে কাউন্টিতে গ্লামরগ্যানের চার ব্যাটারকে স্ট্যাম্পিং করেছিলেন তিনি। এরপর ক্রমান্বয়ে এই তালিকায় যোগ দেন দিনেশ কার্তিক, কামরান আকমল, ধীমান ঘোষ, দিনেশ রামদিন ও লাহিরু দাওয়াতাগে।
এই তালিকার নতুন সংযোজন হলেন অ্যাডাম রশিংটন। বিপিএলর আজকের ম্যাচে রশিংটন সবার আগে স্ট্যাম্পিং করেন উসমান খানকে। এরপর একে একে তার কাছে ধরা দেন শামীম হোসেন পাটোয়ারী, সাব্বির রহমান রুম্মন ও ইমাদ ওয়াসিম। অপরদিকে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেটের বিনিময়ে ঢাকা ক্যাপিটালস করে মাত্র ১২২ রান। জবাবে ১০ উইকেট ও ৪৪ বল হাতে রেখেই জয় পেয়ে যায় চট্টগ্রাম।