
প্রতিনিধি 1 January 2026 , 11:38:49 প্রিন্ট সংস্করণ

মুদ্রা বাজারে বড় ধসের পর চতুর্থ দিনের মতো বিক্ষোভ চলছে ইরানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারি ছুটি ঘোষণা করেও উত্তেজনা পুরোপুরি থামাতে পারেনি কর্তৃপক্ষ; বরং একাধিক শহরে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এরই মাঝে ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে গভর্নরের কার্যালয়ে ঢোকার চেষ্টা করেছে বিক্ষোভকারীরা। ডলারের বিপরীতে ইরানি মুদ্রার বড় ধরনের পতনকে ঘিরে চতুর্থ দিনের মতো বিক্ষোভ চলছে দেশটিতে।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, বিক্ষোভের সময় ফাসা শহরে সহিংসতায় তিনজন পুলিশ আহত হয়েছেন এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এছাড়া পশ্চিমাঞ্চলের হামেদান ও লোরেস্তান প্রদেশেও বিক্ষোভকারী ও পুলিশের মুখোমুখি অবস্থানের খবর পাওয়া গেছে। এমন অবস্থায় রাজধানী তেহরানে বুধবার ব্যাংক ছুটি ঘোষণা করা হয়। অনেকের মতে চলমান অস্থিরতা কমাতেই এই পদক্ষেপ নেয়া হয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এবং বিবিসির যাচাই করা একটি ভিডিওতে দেখা যায়, ফাসায় গভর্নরের কার্যালয়ের গেট ভেঙে ফেলছে বিক্ষোভকারীরা। আরেকটি ভিডিওতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলি ছুড়তে দেখা যায়।

এছাড়া বন্ধ থাকা দোকানের সামনে টিয়ার গ্যাসের ধোঁয়া উঠতেও দেখা যায়। বিক্ষোভের জেরে দেশজুড়ে স্কুল, বিশ্ববিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সরকারের ভাষ্য অনুযায়ী, এই পদক্ষেপকে শীতের তীব্রতায় জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ বলে দাবি করা হলেও অনেক ইরানির কাছে এই পদক্ষেপ মূলত বিক্ষোভ নিয়ন্ত্রণেরই কৌশল বলে মনে হয়েছে।
এর আগে গত রোববার তেহরানে ডলার বাজারে ইরানি মুদ্রার নতুন করে বড় দরপতনের পর ক্ষুব্ধ দোকানিরা বিক্ষোভ শুরু করেন। মঙ্গলবারের মধ্যে এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেয় এবং দেশের ধর্মীয় শাসকদের বিরুদ্ধে একাধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিবিসির মতে, ২০২২ সালে নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া সেই ব্যাপক বিক্ষোভের পর এটিই সবচেয়ে বিস্তৃত আন্দোলন। তবে এবারকার বিক্ষোভ এখনও সেই মাত্রায় পৌঁছেনি।
এদিকে বিক্ষোভ যাতে আর না বাড়ে, সে জন্য তেহরানের বিক্ষোভকেন্দ্রিক বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, তার সরকার বিক্ষোভকারীদের ‘ন্যায্য দাবি’ শুনবে।
তবে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি-আজাদ সতর্ক করে বলেছেন, অস্থিরতা তৈরি করার যেকোনও প্রচেষ্টার জবাব ‘দৃঢ়ভাবে’ দেয়া হবে।