
প্রতিনিধি 31 December 2025 , 4:51:46 প্রিন্ট সংস্করণ

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার নামাজ শেষে সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। প্রয়াত রাষ্ট্রপতি ও স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে চির শায়িত করা হয়।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টার পর বিশেষ নিরাপত্তায় সেখানে তার মরদেহ পৌঁছায়। এর আগে, বিকেল তিনটায় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা নামাজ সম্পন্ন হয়। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ দেশ-বিদেশের গন্যমান্য ব্যক্তিসহ লাখ লাখ মানুষ অংশ নেয়।