প্রতিনিধি 16 September 2025 , 6:03:26 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল ফয়েজ মো.আলাউদ্দিন খান। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদল হক জিহাদ।

দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন নতুন এই কর্মকর্তা। এর আগে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। কয়েক মাস দায়িত্ব পালনের পর পদ থেকে সরে যান তিনি। এরপর ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন শিল্পকলা একাডেমির সচিব ওয়ারেস হোসেন।