
প্রতিনিধি 29 December 2025 , 1:41:24 প্রিন্ট সংস্করণ

২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স-রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর। এবারের আসরকে নতুন মাত্রায় দর্শকদের সামনে উপস্থাপনের লক্ষ্যে বিসিবি এনেছে উপস্থাপনা ও ধারাভাষ্যে বেশ কিছু চমক।


উপস্থাপিকার ভূমিকায় রয়েছেন পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক জয়নব আব্বাস এবং ভারতের পরিচিত স্পোর্টস অ্যাঙ্কর রিধিমা পাঠক। জয়নব আব্বাস কয়েকটি ম্যাচে ধারাভাষ্যেও অংশ নিতে পারেন।
এদিকে নোয়াখালী ম্যাচের সময় মাঠে ব্যাচেলর পয়েন্ট অভিনেতা জিয়াউল হক পলাশকে মাঠে ডেকে নেন জয়নব আব্বাস। তিনি পলাশকে নোয়াখালী এক্সপ্রেসের বিষয়ে নানা প্রশ্ন করেন। সেসবের উত্তর দেন সাবলীলভাবে। কিন্তু জয়নব যখন রোকেয়াকে নিয়ে প্রশ্ন করে বসলেন, তখন পলাশের পিলে চমকে যাওয়া ছাড়া উপায় নেই।
বিস্মিত পলাশ পাল্টা প্রশ্ন ছুঁড়লেন, ‘ওহ মাই গড তুমি রোকেয়ার বিষয়টা জানো?’ জয়নব আব্বাস বললেন, ‘হ্যাঁ আমি জানি।’ পলাশ বললেন, ‘ওহ আচ্ছা, রোকেয়া ভালো আছে। সে নোয়াখালীতে আছে। ইভা আমেরিকাতে আছে।
আর আমি সিলেটে আছি। নোয়াখালী এক্সপ্রেসের খেলা দেখতেছি।’