
প্রতিনিধি 28 December 2025 , 2:27:39 প্রিন্ট সংস্করণ

রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। এর আগে বিএনপির মিডিয়া সেল থেকে এ কর্মসূচির কথা জানানো হয়।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে প্রবেশ করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

চেয়ারপারসন কার্যালয়ে পৌঁছালে সিনিয়র নেতা-কর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তিনি উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ ও নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শারীরিক খোঁজখবর নেন।
তারেক রহমানের এই উপস্থিতিকে কেন্দ্র করে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দলীয় সূত্রে জানা গেছে, তার এই আগমন আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।