
প্রতিনিধি 28 December 2025 , 11:52:04 প্রিন্ট সংস্করণ

২০২৬ সালের ব্যালন ডি’অর দৌড়কে এবার বেশ উন্মুক্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। প্রায় দুই দশক ধরে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর আধিপত্যে থাকা এই পুরস্কারের লড়াই এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। নতুন মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে, এবার একাধিক তারকা সমানতালে লড়াইয়ে রয়েছেন।
২০২৫ সালে প্যারিস সাঁ-জার্মাঁকে প্রথম ইউরোপিয়ান কাপ জেতানোর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ব্যালন ডি’অর জিতেছিলেন উসমান দেম্বেলে। তবে ২০২৬ সালের দৌড়ে তিনি আর এককভাবে এগিয়ে নেই। চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি ২০২৬ বিশ্বকাপ ব্যালন ডি’অর নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আফ্রিকা কাপ অব নেশনস আফ্রিকান ফুটবলারদের জন্য বাড়তি সুযোগ তৈরি করবে।

আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম গোলডটকম প্রকাশিত ২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। দ্বিতীয় স্থানে আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড এবং তৃতীয় স্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে।
চতুর্থ ও পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন যথাক্রমে বার্সেলোনার লামিন ইয়ামাল ও আর্সেনালের ডেক্লান রাইস। ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছেন ভিতিনহা, মাইকেল ওলিস, লুইস দিয়াজ, লিওনেল মেসি ও আশরাফ হাকিমি।
সবচেয়ে আলোচিত বিষয় হলো, এই তালিকায় জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। সামনে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই বদলাতে থাকবে এই পাওয়ার র্যাঙ্কিং এবং ধীরে ধীরে স্পষ্ট হবে ২০২৬ ব্যালন ডি’অরের সম্ভাব্য বিজয়ীর নাম।