• আন্তর্জাতিক

    মিয়ানমারে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে

      প্রতিনিধি 28 December 2025 , 10:42:03 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গৃহযুদ্ধের কারণে চরম মানবিক সংকটে থাকা মিয়ানমারে আজ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রবিবার সকাল থেকে দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।

    মিয়ানমার ২০২১ সালের একটি অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংঘাতের কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত। ওই বছর সামরিক বাহিনী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করেছিল।

    বিজ্ঞাপন

    চলতি বছর ঘূর্ণিঝড় এবং ভূমিকম্পের ফলে চরম মানবিক সংকটের মধ্যে রয়েছে মিয়ানমার। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন জান্তা দেশটিতে ভয়াবহ খাদ্য সংকটের তথ্য আগেও গোপন রেখেছে। গবেষকদের ক্ষুধা সম্পর্কিত তথ্য সংগ্রহ না করার জন্য এবং ত্রাণ কর্মীদের তা প্রকাশ না করার জন্য চাপ দিয়েছে জান্তা। পাশাপাশি অভ্যুত্থানের পর থেকে সাংবাদিকদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।

    জাতিসংঘের মতে, মিয়ানমারের ৫ কোটি ১০ লাখ মানুষের মধ্যে ২০ কোটি মানুষের সাহায্যের প্রয়োজন। কারণ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং মুদ্রার পতনশীলতা প্রায় অর্ধেক জনসংখ্যাকে দারিদ্র্যসীমার নিচে ঠেলে দিচ্ছে। ছয় লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংঘাতে ৬ হাজার ৮০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ক্রমবর্ধমান সহিংসতার কারণে বিপুল সংখ্যক মানুষ তাদের আবাসস্থল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।

    বিশ্ব খাদ্য সংস্থার হিসাব অনুযায়ী, মিয়ানমারজুড়ে এক কোটি ৬০ লাখেরও বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার শিকার, যার অর্থ খাদ্যের অভাব তাদের জীবন ও জীবিকার জন্য হুমকিস্বরূপ।

    সূত্র: রয়টার্স, বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:24 AM দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা 11:17 AM ইরানের সঙ্গে ব্যবসা করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক: বিপাকে ভারত 10:52 AM বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ 10:37 AM ইরান যুদ্ধের জন্য প্রস্তুত 9:56 PM ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী 9:52 PM দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম স্বর্ণের, ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা 9:00 PM ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়: বিসিবি 8:36 PM এমন একটি দেশে ফিরে আসতে পেরে আমি ও আমার স্ত্রী আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন 8:09 PM নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা 7:48 PM বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা