
প্রতিনিধি 27 December 2025 , 5:37:51 প্রিন্ট সংস্করণ

রাজধানীর গুলশানের বাসা থেকে ধানমন্ডিতে অবস্থিত শ্বশুর বাড়ির পথে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে তিনি ধানমন্ডির উদেশ্যে তিনি গুলশান থেকে রওনা দেন।

এর আগে আজ সকাল ১১টায় তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও গুলিতে নিহত ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান। এরপর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে এবং জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করতে নির্বাচন কমিশন কার্যালয়ে যান তারেক রহমান।
সেখান থেকে বের তিনি বনানীতে ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকো ও শ্বশুর রিয়ার এ্যাডমিয়াল মাহবুব আলী খানের করব জিয়ারত করেন। এরপর তিনি কিছু সময়ের জন্য গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে যান।