
প্রতিনিধি 27 December 2025 , 1:42:00 প্রিন্ট সংস্করণ

নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল ঢাকা ক্যাপিটালস। দলের অনুশীলন করানোর সময় মাঠেই অজ্ঞান হয়ে গেছেন সহকারী কোচ মাহবুব আলি জাকি।
সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। উন্নত চিকিৎসার জন্য জাকিকে এখন হাসপাতালে নেওয়া হয়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি ঢাকা ক্যাপিটালস। দুপুর ১টায় শুরু হওয়ার কথা ম্যাচ।

যথারীতি ত্রিশ মিনিট আগে টস করেন ঢাকা অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে ফিল্ডিং নেন মিঠুন।
এরপরই আসে জাকির অসুস্থতার খবর। মাঠেই অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ এই কোচ। পরে কয়েক দফা সিপিআর দেওয়া হয় তাকে।
এখন আপাতত হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন জাকি। চিকিৎসকদের পর্যবেক্ষণের পর পরবর্তী আপডেট পাওয়া যাবে।