• বাণিজ্য

    বড়দিনের ছুটিতে কক্সবাজারে রেকর্ড পরিমাণ পর্যটক, শত কোটি টাকার বাণিজ্য

      প্রতিনিধি 25 December 2025 , 2:13:28 প্রিন্ট সংস্করণ

    বড়দিনের ছুটিতে কক্সবাজারে রেকর্ড পরিমাণ পর্যটক, শত কোটি টাকার বাণিজ্য। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘বড় দিন’ উপলক্ষ্যে এবং সরকারি ছুটির দিনে রেকর্ড পরিমাণ পর্যটকের সমাগম হয়েছে কক্সবাজারে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই শহর জুড়ে দেখা মিলেছে লাখো মানুষের উপস্থিতি। বড়দিন উপলক্ষে শহরের অভিজাত হোটেলগুলোতে থাকছে নানা আয়োজন, উৎসবের আমেজ তৈরি করতে যেগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে।

    বিজ্ঞাপন

    আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শহরের ৫ শতাধিক হোটেল-মোটেলের সব কক্ষই বুকিং হয়ে আছে, এই মৌসুমে শত কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা দেখছেন পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সৈকতের বালুকাবেলায় আগত পর্যটকেরা মেতে আছেন অবকাশযাপনে, প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করার পাশাপাশি বন্ধু-বান্ধব পরিবার-পরিজন নিয়ে সমুদ্র শহরে তারা অতিবাহিত করছেন আনন্দমুখর সময়।

    রাজধানীর মিরপুর থেকে বেড়াতে এসেছেন আরিফ-তিনি বলেন, ‘কক্সবাজার প্রিয় জায়গা, সুযোগ পেলেই চলে আসি। আজকে এসেছি পরিবার নিয়ে, সমুদ্র আমাকে মুগ্ধ করে।শীতের সময়ে এখানকার পরিবেশটা অন্যরকম ভালো লাগে।’

    অপরদিকে, আনন্দ উল্লাসের মাঝেও আছে ভোগান্তি, বাড়তি খরচ এবং সৈকত এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীর উৎপাতসহ কিছু দৃশ্যমান অব্যবস্থাপনা হয়ে দাঁড়িয়েছে দুর্ভোগের কারণ। সিরাজগঞ্জের ব্যবসায়ী শামসুল আলম জানালেন, ‘এখানে সবকিছুর দাম বেশি, অটোচালকরা অল্প দূরত্বেও অনেক বেশি টাকা দাবী করে বসেন৷ খাবারের উচ্চ দাম। এসব নিয়ন্ত্রণে প্রশাসনের যথাযথ তদারকি করা উচিত।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:02 PM কুমিল্লা-৪ আসন: ‘নির্বাচন করতে পারবেন না, বিএনপি প্রার্থী মঞ্জুরুল’ 7:38 PM সুপ্রিম কোর্টে দুর্নীতির প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা: অফিস আদেশ 7:29 PM মুসাব্বির হত্যার ঘটনা: সারাদেশে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি 6:56 PM অত্যাবশ্যক তালিকায় নতুনমাত্রায় যোগ হয়েছে ১৩৬টি ওষুধ 6:53 PM নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে 6:35 PM সেন্ট মার্টিনে এক জালে ধরা পড়লো ৬৮৭ লাল কোরাল, বিক্রি ১০ লাখ টাকায় 6:24 PM ধর্মঘট প্রত্যাহার করেছে-এলপিজি ব্যবসায়ীরা 6:13 PM গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ঝুট গোডাউনে আগুন 6:07 PM সুপ্রিম কোর্ট ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি 5:13 PM যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ