
প্রতিনিধি 25 December 2025 , 1:43:00 প্রিন্ট সংস্করণ

শেষ হলো দীর্ঘ ১৭ বছর ৩ মাসের দীর্ঘ প্রতীক্ষা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হওয়ার পর এক অনন্য ও হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়। টার্মিনালের বাইরে এসেই তারেক রহমান নিজের পায়ের জুতো খুলে ফেলেন। খালি পায়ে পবিত্র মাতৃভূমির মাটি স্পর্শ করেন তিনি।

প্রিয় জন্মভূমির মাটির ঘ্রাণ নিতে তাকে এ সময় বেশ আবেগপ্রবণ ও অশ্রুসিক্ত হতে দেখা যায়। এ সময় তিনি হাতেও একটু মাটি নেন। এর মাধ্যমেই সমাপ্তি ঘটল এক দীর্ঘ নির্বাসিত অধ্যায়ের। নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে এরপর তিনি বিশেষ বাসে চড়ে সংবর্ধনাস্থলের উদ্দেশ্যে রওনা হন।
বিমানের চাকা যখন ঢাকার মাটি স্পর্শ করে, তখন রানওয়ে জুড়ে এক অভূতপূর্ব আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। বেলা সাড়ে ১২টার দিকে তিনি পরিবারের সদস্যসহ বিমানবন্দর টার্মিনাল থেকে বাইরে বেরিয়ে আসেন। এ সময় তাকে স্বাগত জানাতে উপস্থিত বিএনপি’র শীর্ষ নেতারা, অন্যদিকে বিমানবন্দরের বাইরে হাজার হাজার নেতাকর্মী স্লোগানে স্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে তোলেন।
তারেক রহমানকে এক নজর দেখার জন্য ভোর থেকেই বিমানবন্দর এলাকা ও সংলগ্ন মহাসড়কগুলোতে লাখো মানুষের ঢল নামে। ‘রাজপুত্র ফিরছে’, ‘তারেক রহমান স্বাগতম’- এমন সব স্লোগানে পুরো এলাকা ছিল প্রকম্পিত। তাকে বহনকারী বাসটি যখন বিমানবন্দর এলাকা পার হচ্ছিল, তখন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে তাকে অভিবাদন জানান।