• সর্বশেষ

    তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাবি-ছাত্রদলের স্বাগত মিছিল

      প্রতিনিধি 23 December 2025 , 7:02:01 প্রিন্ট সংস্করণ

    তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাবি-ছাত্রদলের স্বাগত মিছিল। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা ও স্বাগত মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।

    মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ভিসি চত্বর ও হলপাড়া হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রোকেয়া হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

    এ সময় নেতাকর্মীদের ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘জিন্দাবাদ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ’, ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা ও স্বাগতম’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

    বিজ্ঞাপন

    মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘দেশনায়ক তারেক রহমান বিগত ১৫ বছর বিদেশে বসে এদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আমাদের অধীর আগ্রহের অবসান ঘটিয়ে তিনি অচিরেই স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। আমরা তার এ প্রত্যাবর্তনকে স্বাগত জানাই।’ তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি সাম্য, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্রে পরিণত করার জন্য ছাত্রদলের সবাইকে আহ্বান জানান তিনি।

    ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। আমরা মনে করি তার এ আগমনে এদেশে গণতন্ত্রের নতুন দ্বার খুলবে। দেশ আবার গণতান্ত্রিক অগ্রযাত্রায় এগিয়ে যাবে। এ ছাড়া স্বাগত মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেয়।

    উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ দেড় যুগ যুক্তরাজ্যে নির্বাসিত থাকার পর সপরিবারে দেশে ফিরছেন তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে দেশব্যাপী নানা কর্মসূচি ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

    সুত্র-ঢাকা, ২৩ ডিসেম্বর-২০২৫, বাসস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:39 PM গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান 7:01 PM মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ 6:41 PM জাতীয় সংসদ নির্বাচন: চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন 6:40 PM আফগানিস্তানের দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন ঢাকার কোচ 6:21 PM ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজার 6:01 PM আইসিসির সাথে ভিডিও কনফারেন্স বিসিবির, যে সিদ্ধান্ত জানালো বোর্ড 5:58 PM জেনে নিন-মটরশুঁটি খাওয়ার উপকারিতা 5:47 PM ‘স্বপ্নের’ প্রাসাদ বিক্রি করছেন রোনালদো 5:31 PM বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি 5:22 PM ২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ