
প্রতিনিধি 21 December 2025 , 10:45:41 প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে আলোচিত শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে বুইশশাকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। শনিবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে নগরীর দুই নম্বর গেট এলাকায় ফিনলে স্কয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র্যাব জানায়, বুইশশার বিরুদ্ধে নগরীর একাধিক থানায় অস্ত্র আইন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গ্রুপটির অস্ত্রের উৎস, অন্যান্য সদস্য এবং সাম্প্রতিক সহিংস ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে।
র্যাব কর্মকর্তারা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুইশশা স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে বড় সাজ্জাদের সঙ্গে যুক্ত ছিলেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে শহিদুল ইসলাম ওরফে বুইশশাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব-৭।
চট্টগ্রাম নগরীতে সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলির ঘটনায় আতঙ্ক বাড়ার প্রেক্ষাপটে এই গ্রেপ্তারকে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে।