
প্রতিনিধি 19 December 2025 , 5:53:27 প্রিন্ট সংস্করণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে গত রাতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের পর আজ শুক্রবারও শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়েছে।
জুমার নামাজের পর হাজারো বিক্ষুব্ধ ছাত্র-জনতা শাহবাগে জড়ো হলে মিছিল-স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠন ও ডাকসুর নেতাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মহাসমাবেশে যোগ দিয়েছেন লখো জনতা।
–
শাহবাগ মোড়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা শাহবাগে এসে বিক্ষোভ ও প্রতিবাদী মিছিল করছেন।

অনেকে মিছিল নিয়ে আসছেন, আবার কেউ নিজ উদ্যোগেই শাহবাগে এসে জড়ো হচ্ছেন। তাদের হাতে পতাকা, মুখে স্লোগান।
এ সময় তারা-‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’— ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীরা বলেন, আমরা দেশকে ভালোবাসা এক সাহসী যোদ্ধাকে হারিয়েছি, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক ছিলেন।
আমরা শোকাহত। আমরা তার হত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগে এসেছি।
তারা আরও বলেন, ওসমান হাদির মৃত্যু পুরো বাংলাদেশকে কাঁদিয়েছে। আমরা শোককে শক্তিতে পরিণত করে এই হত্যার প্রতিশোধ নেব।
হাদি ভাইয়ের বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। হাদি ভাইয়ের অসমাপ্ত কাজ আমরা সম্পাদন করব।