• আন্তর্জাতিক

    মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ৪৬ বাংলাদেশি আটক

      প্রতিনিধি 18 December 2025 , 4:17:37 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে আরও ৪৬ জন বাংলাদেশি আটক হয়েছেন। দেশটির নিলাই এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করে মালয়েশীয় অভিবাসন বিভাগ।

    মূলত বৈধ কাগজপত্র ও অনুমতিপত্র না থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস বলছে, নিলাই এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে অভিবাসনসংক্রান্ত বিভিন্ন অপরাধে আটক হওয়া ৪৬ জন অবৈধ অভিবাসীর সবাই বাংলাদেশি পুরুষ।

    সেরেমবান অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে জানান, গতকাল সকাল ৯টা থেকে শুরু হওয়া চার ঘণ্টাব্যাপী এই অভিযানে ১৮ থেকে ৪৩ বছর বয়সী বাংলাদেশি পুরুষদের আটক করা হয়।

    তিনি বলেন, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ অনুমতিপত্র ও ভ্রমণ নথি না থাকা এবং নির্ধারিত সময়ের বেশি অবস্থান করার মতো অভিযোগ রয়েছে।

    বিজ্ঞাপন

    আটকের পর সবাইকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লেংগেং অভিবাসন ডিপোতে নেয়া হয়েছে বলে জানান তিনি।

    এর আগে গত আগস্টের প্রথম সপ্তাহে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-১ দিয়ে প্রবেশের সময় ২৬ বাংলাদেশিকে আটক করেছিল দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (এমবিসিএ)। পৃথক দুটি ফ্লাইটে ওই বাংলাদেশিরা কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছালে তাদের আটক করা হয়।

    সেসময় দেশটির সংবাদমাধ্যম এনএসটি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছিল, মালয়েশিয়ার কেএলআই-১ দিয়ে সন্দেহজনক প্রবেশের সময় ২৬ জন বাংলাদেশি নাগরিকের ‘সমন্বিত প্রবেশ’ প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে কর্তৃপক্ষ।

    এক বিবৃতিতে এমবিসিএ জানায়, মালয়েশিয়াতে ভ্রমণ ভিসার সুবিধা নিয়ে, কাজের সন্ধানে আসছে বহু বাংলাদেশি নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিকরা। এই ধরনের প্রবেশের প্রচেষ্টাকে সহায়তা বা মদত দেয়ার জন্য যে কোনও পক্ষকে আইনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকারও আহ্বান সেসময় জানিয়েছিল এমবিসিএ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:40 AM রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৮ ফেব্রুয়ারি 11:24 AM দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা 11:17 AM ইরানের সঙ্গে ব্যবসা করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক: বিপাকে ভারত 10:52 AM বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ 10:37 AM ইরান যুদ্ধের জন্য প্রস্তুত 9:56 PM ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী 9:52 PM দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম স্বর্ণের, ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা 9:00 PM ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়: বিসিবি 8:36 PM এমন একটি দেশে ফিরে আসতে পেরে আমি ও আমার স্ত্রী আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন 8:09 PM নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা