
প্রতিনিধি 18 December 2025 , 2:51:42 প্রিন্ট সংস্করণ

সমর্থকদের তীব্র সমালোচনার মুখে ২০২৬ বিশ্বকাপের জন্য ৬০ ডলারের নতুন টিকেট ছেড়েছে ফিফা। ঘোষণা করা নতুন এই টিকেটের নাম দেওয়া হয়েছে ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’।
আগামী বছর জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে ৪৮ দলের বিশ্বকাপ। এটি হতে যাচ্ছে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে বড় আসর। আসরের ফাইনালসহ ১০৪টি ম্যাচেই ৬০ ডলার মূল্যের টিকেট নিয়ে ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। তবে ম্যাচ প্রতি এই টিকেটের সংখ্যা খুব বেশি নয়।

এবার টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় ফুটবল সংস্থাকে তাদের ম্যাচগুলোর মোট টিকেটের ৮ শতাংশ দিয়েছে ফিফা। তবে ওই টিকেটের মূল্য নিয়েই শুরু হয়েছিল ব্যাপক সমালোচনা।
টিকেট ছাড়ার পর দেখা যায়, ফিফা ঘোষিত টিকেট মূল্যের চেয়েও কোনো কোনো অংশে তা বেশি। এরপরই ফিফাকে ‘ধোঁকাবাজ’ হিসেবে আখ্যা দেয় বিভিন্ন ফুটবল সমর্থকদের বিভিন্ন সংগঠনগুলো।
ক্ষুব্ধ সমর্থকদের শান্ত করতেই কিছু টিকেটের মূল্য কমানোর সিদ্ধান্ত নিল ফিফা। তারা জানায়, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় ফুটবল সংস্থাকে যে টিকেট দেওয়া হবে, তার ১০ শতাংশ থাকবে এই কম দামের ক্যাটাগরিতে।
এর আগে আসন্ন টুর্নামেন্টে গ্রুপপর্বের ম্যাচগুলোর জন্য টিকেটের সর্বনিম্ন দাম রাখা হয়েছিল ১২০ থেকে ২৬৫ ডলারের মধ্যে। আর ফাইনালের সর্বনিম্ন টিকেটের মূল ধরা হয়েছিল ৪ হাজার ১৮৫ ডলার।