
প্রতিনিধি 14 December 2025 , 7:09:25 প্রিন্ট সংস্করণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর হামলাকারী মূল আসামি দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা বর্তমানে দেশেই অবস্থান করছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রোববার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এম নজরুল ইসলাম।

তিনি বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের পাসপোর্ট সিলগালা করা হয়েছে, যাতে তারা দেশত্যাগ করতে না পারে।
তিনি আরও বলেন, হামলার ঘটনায় ফয়সাল সরাসরি গুলি করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি জানায়, ঘটনার পেছনের সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িত অন্যদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।