
প্রতিনিধি 11 December 2025 , 5:34:43 প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে হ্যাঁ-না গণভোটের বিষয়টি জনগণকে বোঝানো বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। রাজধানীর সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ ছাড়া এই চ্যালেঞ্জ মোকাবিলায় জনসংযোগ কর্মকর্তা এবং আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলেও জোর দেন তিনি। তথ্য সচিব বলেন, ‘গত ১৫ বছরের নির্বাচন নিয়ে জনগণের বহু তিক্ত অভিজ্ঞতা আছে। জনগণকে নির্বাচন এবং ভোটকেন্দ্রে আসার ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে’।
‘বিশেষ করে তরুণ, নারী ও অনগ্রসর অঞ্চলের ভোটারদের। হ্যাঁ ও না ভোটের বিষয়টিও জনগণকে সহজভাবে বোঝাতে হবে। কারণ এই বিষয়টির সঙ্গে তারা পরিচিত নন বলে জানান’।