• খেলা

    দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ভারতের বড় জয়

      প্রতিনিধি 10 December 2025 , 12:08:22 প্রিন্ট সংস্করণ

    India
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    টি-টোয়েন্টি সিরিজে উড়ন্ত সূচনা করেছে ভারত। কাটাকের বারাবাটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ১০১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে শুভসূচনা করেছে টিম ইন্ডিয়া। অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন চোট কাটিয়ে ফেরা হার্দিক পান্ডিয়া।

    মঙ্গলবার (৯ ডিসেম্বরে) টসে জিতে দক্ষিণ আফ্রিকা ভারতকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেও, শুরুটা একদমই ভালো হয়নি স্বাগতিকদের। দুই ওপেনার শুভমান গিল (৪) ও অভিষেক শর্মার জুটি ভাঙে প্রথম ওভারেই। অধিনায়ক সূর্যকুমার যাদবও (১২) দ্রুত বিদায় নিলে পাওয়ারপ্লের ৬ ওভারে ভারত ২ উইকেট হারিয়ে তোলে ৪০ রান। অভিষেক শর্মা (১৭) এবং তিলক ভার্মার ৩২ বলে ২৬ রানের ধীর গতির ইনিংস ভারতের রান তোলার গতি আরও কমিয়ে দেয়।

    দলের ৭৮ রানের মাথায় তিলক ভার্মা আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে আসল খেলা শুরু করেন হার্দিক পান্ডিয়া। এক প্রান্ত ধরে রেখে হার্দিক শুরু করেন টর্নেডো ব্যাটিং। ২১ বলে ২৩ রান করা অক্ষর প্যাটেল এবং শিভাম দুবের (১১) ছোট ইনিংসগুলো তাকে সহায়তা করে।

    বিজ্ঞাপন

    প্রোটিয়া বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন হার্দিক। ধুন্ধুমার ব্যাটিংয়ে ছুঁয়ে ফেলেন ফিফটি। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ২৮ বলে ৫৯ রানের এক হার না মানা ইনিংস খেলে। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৭৫ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে লুঙ্গি এনগিডি ৩টি এবং লুথো সিপামলা ২ উইকেট নেন।

    জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক ডাক মেরে সাজঘরে ফেরেন। এরপর ত্রিস্টান স্টাবস (১৪) এবং অধিনায়ক এইডেন মারক্রামও (১৪) ভালো শুরুর ঝলক দেখিয়ে বিদায় নিলে পাওয়ারপ্লে শেষে ৩ উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়ায় ৪৫ রান।

    এরপরই প্রোটিয়া শিবিরে নামে চরম ব্যাটিং ধস। দীর্ঘদিন পর দলে ফেরা ডেভিড মিলার (১) সুবিধা করতে পারেননি। ডেওয়াল্ড ব্রেভিস (২২) কিছুটা আশা দেখালেও তা কাজে আসেনি। ১২ বলে ১২ রান করেন মার্কো ইয়ানসেন। মাত্র ২৯ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যায় মাত্র ৭৪ রানে।

    ভারতের পক্ষে আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল প্রত্যেকে ২টি করে উইকেট নেন। বাকি ১টি করে উইকেট পান হার্দিক পান্ডিয়া এবং শিভাম দুবে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:26 PM জামায়াত জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত 4:13 PM দাবি মানার আগে মাঠে নামবেন না ক্রিকেটাররা 2:47 PM পাবনা-১ ও ২ আসনে নির্বাচন ১২ ফেব্রুয়ারি করতে ইসিকে নির্দেশ 1:41 PM সায়েন্সল্যাবে ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ 1:22 PM যথাসময়ে হচ্ছে না বিপিএলে দিনের প্রথম ম্যাচ 1:16 PM বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের 1:05 PM ইরান ইস্যুতে আজ বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 12:55 PM “নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে” 12:40 PM মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে 12:25 PM রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯