প্রতিনিধি 13 September 2025 , 4:44:05 প্রিন্ট সংস্করণ

জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেছে ফ্রান্স ও সৌদি আরব। শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে বিপুল ভোটে প্রস্তাবটি পাস হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪২টি দেশ। তবে মাত্র ১০টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে এবং ১২টি দেশ ভোট দেয়া থেকে বিরত রয়েছে।
‘নিউইয়র্ক ঘোষণা’ নামে পরিচিত এই প্রস্তাবে দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টা জোরদার করার কথা বলা হয়েছে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে-স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে সেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। হামাসকে অস্ত্র সমর্পণ করে গাজার শাসন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। এদিকে, আরব লীগ প্রস্তাবটির প্রতি সমর্থন জানিয়েছে। গত জুলাইয়ে জাতিসংঘের ১৭টি দেশ এতে সই করেছিল।

প্রস্তাবে বলা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গাজার যুদ্ধ থামানো জরুরি। এ জন্য হামাসকে অবশ্যই ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) কাছে ক্ষমতা ও অস্ত্র হস্তান্তর করতে হবে। অন্যদিকে, ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল–শেখ একে স্বাগত জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থন জানাচ্ছে। এমন সময়ে প্রস্তাবটি পাস হলো, যখন গাজায় ইসরায়েলের তীব্র হামলা অব্যাহত রয়েছে।
জাতিসংঘের এই সমর্থনকে ইসরায়েল ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোর্সটেইন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, সাধারণ পরিষদ ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে’।
উল্লেখ্য, স্থানীয় কর্তৃপক্ষের হিসাবে-গত ২৩ মাসে ইসরায়েলি হামলায় ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা নগরী দখলের লক্ষ্য নিয়ে তীব্র অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা, এতে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।