
প্রতিনিধি 7 December 2025 , 11:10:43 প্রিন্ট সংস্করণ

২০২৬ বিশ্বকাপের ড্রয়ের পর নিশ্চিত হলো ম্যাচের দিনক্ষণ, সময়সূচি আর ভেন্যু। সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে বরাবরই আর্জেন্টিনা আর ব্রাজিল। বিশ্বকাপে কবে কখন মাঠে নামবে দুই পরাশক্তি, সেটাই জানতে উন্মুখ ভক্ত-সমর্থকরা।
‘এ’ গ্রুপের দল মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ কোরিয়া ও উয়েফা প্লে-অফের দলের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপের ২৩তম আসর। আর ২০ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনালের মহারণ।

আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচটি খেলবে ১৭ জুন, প্রতিপক্ষ আলজেরিয়া। বাংলাদেশ সময় সকাল আটটায় আলজেরিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তারা। এরপর ২৩ জুন অস্ট্রিয়া ও ২৯ জুন মাঠে নামবে জর্ডানের বিপক্ষে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটি হবে রাত ১২টায়। জর্ডানের বিপক্ষে ম্যাচটির সময় রাত ৯টা।
অন্যদিকে, ব্রাজিলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আগের আসরের সেমিফাইনালিস্ট মরক্কো। ১৩ জুন ম্যাচটি হবে বাংলাদেশ সময় সকাল ৫টায়। সেলেসাওদের পরের ম্যাচ হাইতির বিপক্ষে ২০ জুন। বাংলাদেশ সময় সকাল আটটায় হবে ম্যাচটি। শেষ ম্যাচটি হবে ২০ জুন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা স্কটল্যান্ডের মুখোমুখি হবে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে, সকাল ৫টায়।