
প্রতিনিধি 5 December 2025 , 5:03:57 প্রিন্ট সংস্করণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে, উন্নত চিকিৎসার জন্য কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে বলে জানিয়েছে কাতার দূতাবাস।

আগামীকাল শনিবার বিকাল ৫ টায় এয়ার অ্যম্বুলেন্সটি, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে এ তথ্য জানা গেছে। এর আগে কাতারের আমিরের পক্ষ থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় আসার কথা ছিল।
বৃহস্পতিবার রাত থেকেই খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছিল। সব প্রস্তুতি সম্পন্ন বলেও খবর পাওয়া যায়। কিন্তু শুক্রবার সকালে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে নিশ্চিত করেন যে, যাত্রার পরিকল্পনায় পরিবর্তন এসেছে।
এদিকে, লন্ডর থেকে এসে খালেদা জিয়াকে সরাসরি দেখতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।