• অপরাধ

    যশোরে ২ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

      প্রতিনিধি 4 December 2025 , 5:28:12 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে যশোর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) । আটককৃত আসামীরা ঢাকার তাতিবাজার থেকে সংগ্রহকৃত স্বর্ণ দেশের অভ্যন্তর দিয়ে যশোর ও চৌগাছার পথে ভারতে পাচারের উদ্দেশ্যে এসব স্বর্ণের বার নিয়ে যাচ্ছিল।

    বিজিবির একটি টহলদল মুরাদগড় বাসস্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ ফরিদুল ইসলাম (২৮), পিতা মোঃ আবুল কালাম, দক্ষিণ চাঁদপুর, দামুড়হুদা, চুয়াডাঙ্গা ও মোঃ মাহাফুজ আলম (৩১), পিতা আব্দুল লতিফ, বাজিপোতা, মহেশপুর, ঝিনাইদহ নামের দুই আসামীকে আটক করে। তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া গেছে।

    বিজ্ঞাপন

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা ঢাকার তাতিবাজার এলাকায় চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য বহন করছিল। আটককৃতদের কাছ থেকে ১০টি স্বর্ণের বার ছাড়াও ৩টি মোবাইল ফোন, একটি ইয়ার বাট, একটি পাওয়ার ব্যাংক এবং নগদ ৮ হাজার ১৭২ টাকা জব্দ করা হয়েছে।

    জব্দকৃত স্বর্ণের মূল্য ধরা হয়েছে প্রায় ২ কোটি ১০ লাখ ৬৬ হাজার ৭২ টাকা। মোবাইল ও অন্যান্য সামগ্রীর মূল্য মিলিয়ে মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা।

    বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “সীমান্ত এলাকায় বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা সাম্প্রতিক সময়ে লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে যাতে পাচারকারীদের আইনের আওতায় আনা যায়। এই ধারা অব্যাহত থাকবে এবং বিজিবি সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারি চালিয়ে যাবে।”

    আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষায় এবং পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করতে আগামী দিনগুলোতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:28 PM বছরের শুরুতে আরেক দফায় ২ হাজার ২১৬ টাকা বাড়লো স্বর্ণের দাম 11:26 PM মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ 11:20 PM সরকার গঠন করতে পারলে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস তারেক রহমানের 8:02 PM বিচারপ্রার্থী-আইনজীবী ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিতের কথা বললেন প্রধান বিচারপতি 6:50 PM শতাধিক গুম-খুনের অপরাধ মামলা: জিয়াউল আহসানের বিচার শুরুর আবেদন 6:39 PM মনোনয়নপত্র বাছাই শেষ, আপিল দায়েরে ইসির ৭ নির্দেশনা 6:23 PM ৩ মাস বন্ধ থাকবে এনইআইআর পদ্ধতি: মাসুদ আলম 6:16 PM মোবাইল অ্যাপে মেট্রোর কার্ড রিচার্জের পদ্ধতি জানাল কর্তৃপক্ষ 6:07 PM ওসমান হাদি হত্যা: মূল আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত চেষ্টা চালাবে র‍্যাব 5:49 PM শরীয়তপুরে খোকন দাস হত্যা: প্রধান ৩ অভিযুক্ত গ্রেপ্তার