• জাতীয়

    প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সরকারের নানা উদ্যোগ

      প্রতিনিধি 3 December 2025 , 10:56:47 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশেষ মেধাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তার মতে, সঠিক সহায়তা ও সুযোগ পেলে এই জনগোষ্ঠী দেশের উন্নয়ন অগ্রযাত্রায় উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম।

    তিনি আরও জানান, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতায় বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা, সাভারে আন্তর্জাতিক মানের বহুমুখী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ উদ্যোগ, জাতীয় সংসদ ভবন এলাকায় প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ উদ্বোধনসহ বিভিন্ন সেবা ও সাহায্য কেন্দ্র এবং অটিজম ও এনডিডি সেবা কেন্দ্র নিয়মিত সচল রাখা হয়েছে।

    বিজ্ঞাপন

    ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বুধবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

    এবারের প্রতিপাদ্য ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ যথার্থ উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনের আলোকে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলো কমিউনিটি বেইজড রিহ্যাবিলিটেশন (সিবিআর) কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে কাজ করছে।

    তিনি আশা প্রকাশ করেন, দেশের বিশেষ মেধাসম্পন্ন ভাই-বোনেরা নিষ্ঠা, জ্ঞান এবং শ্রম দিয়ে একদিন বাংলাদেশকে প্রকৃত অর্থে সোনার বাংলায় রূপ দেবেন।

    ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবসের সব কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন প্রধান উপদেষ্টা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:02 PM সিলেটে মাজার জিয়ারত করে, নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান 7:51 PM ভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে, সারাদেশে ‘অ্যাম্বাসেডর’ দিবে এনসিপি 7:35 PM তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ 6:51 PM বাড়িতেই তৈরি করুন-মিঠাই ভরা ভাপা পিঠা 6:41 PM বিমান বাংলাদেশে চাকরি, নিয়োগ করবে ৫৭ জন 6:29 PM বগুড়ায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত 6:19 PM কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত ১ 5:40 PM রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: সাফাই সাক্ষ্য ১৩ জানুয়ারি 5:32 PM পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত ইসি’র 5:23 PM প্রথম দিনের আপিল শুনানি: ৫২ জনের মনোনয়ন বৈধ করেছে ইসি